ডেঙ্গুতে আক্রান্ত হাসান মাহমুদ

ক্রীড়া ডেস্ক, ঢাক টাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০২৩, ১৯:১৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার হাসান মাহমুদ। কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হাসানের রক্ত পরীক্ষা করার পর ডেঙ্গু ধরা পরে। তার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ।

তবে স্বস্তির খবর হচ্ছে, এখন আগের থেকে ভালো অনুভব করছেন হাসান মাহমুদ। আর জ্বরের মাত্রাটাও কমেছে। সুস্থবোধ করছেন বলে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

সুস্থ না থাকার কারণে এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পে আসেননি হাসান মাহমুদ। দুদিন ধরে চলছে ক্রিকেটারদের মেডিকেল টেস্ট। ৩ আগস্ট হবে ফিটনেস টেস্ট। ৭ আগস্ট পর্যন্ত চলবে ফিটনেস ট্রেনিং। ৮ আগস্ট থেকে শুরু হবে মূল অনুশীলন।

(ঢাকাটাইমস/০১আগস্ট/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :