চাঁদপুর পৌর এলাকার উন্নয়নে রেলওয়ের সহযোগিতা চাইলেন মেয়র জিল্লুর

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৩, ১৮:১৮
অ- অ+

চাঁদপুর পৌর এলাকার উন্নয়নে বাংলাদেশ রেলওয়ের সহযোগিতা চেয়েছেন মেয়র মো. জিল্লুর রহমান। তিনি বলেন, চাঁদপুর পৌর এলাকার বেশিরভাগ জায়গা বাংলাদেশ রেলওয়ের মধ্যে পড়েছে। তাই চাঁদপুর পৌর এলাকার উন্নয়ন করতে হলে রেলওয়ের পক্ষ থেকে সব ধরেনের সহযোগিতা প্রয়োজন।

মঙ্গলবার বিকালে চাঁদপুর পৌরসভার সম্মেলন কক্ষে পৌর এলাকার উন্নয়নে রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, পৌর পরিষদের কর্মকতা ও পৌর কাউন্সিলররা মতবিনিময় করেন।

এ সময় মেয়র বলেন, বিশেষ করে চাঁদপুর পৌরসভা দেশের মধ্যে একটি প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও শহরের গুরুত্বপূর্ণ স্থান শহরের কোর্টস্টেশন এলাকায় প্রতিদিন হাজার হাজার মানুষের বিচরণ হলেও সেখানে একটি পাবলিক টয়লেট নেই। এ ছাড়া এ শহরের কয়েক হাজার ইজিবাইক রাখার একটি স্ট্যান্ড না থাকায় সাধারণ জনগণ প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের চাঁদপুরেরও দায়িত্বে থাকা সহকারী নির্বাহী প্রকৌশলী মোরছালিন রহমান বলেন, বাংলাদেশ রেলওয়ের বর্তমান চট্টগ্রাম বিভাগীয় মহাপরিচালক (জিএম) ও চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) অত্যন্ত ভালো মনের মানুষ। তাদের সঙ্গে আলাপ করে চাঁদপুর রেলওয়ের জায়গায় পৌর এলাকার উন্নয়নে সহায়তা চাইলে তা পেতে পারেন বলে আমার বিশ্বাস।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ের কুমিল্লায় দায়িত্বরত সহকারী নির্বাহী প্রকৌশলী মোরছালিন রহমান, কুমিল্লা ও লাকসামের দায়িত্বরত কর্মকর্তা ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. লিয়াকত আলী মজুমদার, চাঁদপুর পৌর সচিব মো. আবুল কালাম ভূঁইয়া, প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, কাউন্সিলর মো. মালেক শেখ, মো. হাবিবুর রহমান দর্জি প্রমুখ।

(ঢাকাটাইমস/০২আগস্ট/ইএইচ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা