শেরপুরে সাউন্ডবক্স বাজাতে নিষেধ করায় রিকশাচালক খুন

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৩, ১০:৩২

শেরপুরে গভীর রাতে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজাতে নিষেধ করায় মোহাম্মদ আলী (৫৫) নামে এক রিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে এক দল বখাটে যুবক।

বুধবার রাতে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার ভোর রাতে পৌর শহরের পশ্চিম শেরীপাড়া এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী পৌর শহরের পশ্চিম শেরীপাড়া এলাকার মৃত আশ্রাফ আলীর ছেলে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, মোহাম্মদ আলীর বসত ঘরের পাশে এক দল বখাটে যুবক উচ্চ শব্দে সাউন্ডবক্সে গান বাজাচ্ছিলেন। এ সময় তাদেরকে গভীর রাতে উচ্চ শব্দে সাউন্ডবক্সে গান বাজাতে নিষেধ করেন মোহাম্মদ আলী। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মোহাম্মদ আলীর ওপর হামলা করে তারা। গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ আলীকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মমেক হাসপাতালে রেফার করেন। পরে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই বিল্লাল হোসেন ও সেকান্দর আলী জানান, রাতে বখাটেরা সাউন্ডবক্স বাজাচ্ছিলেন। গভীর রাতেও সাউন্ড না কমানোয় মোহাম্মদ আলী তাদের নিষেধ করে। পরে এ নিয়ে তাদের সাথে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কবির (৫৫), কবিরের ছেলে রাজিব (৩৩) ও রাজন (২২), বাবুল মোল্লার ছেলে সোহান (২৮), মোজাম্মেলের ছেলে রবিউল করিম (৩২) ঘরে ঢুকে হামলা চালায় ও ভাইকে চাইনিজ কুড়াল ও রাম দা দিয়ে কোপ দেয়। এতে ভাইয়ের পেট কেটে ভুড়ি বের হয়ে যায়। পরে তারা ভাইকে মাছ ধরার লোহার কোচ দিয়ে আঘাত করে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বসির আহম্মেদ বাদল জানান, ওই ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে নিহতের স্ত্রী হত্যা মামলা দায়ের করেছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সুবর্ণচরে এমপিপুত্র শাবাব বিজয়ী

নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩

কুমিল্লার তিন উপজেলায় দুই নতুন মুখ, লাকসামে ইউনুসের হ্যাট্রিক

বান্দরবান সদরে আ.লীগ নেতাকে হারিয়ে বহিষ্কৃত বিএনপি নেতা কুদ্দুস বিজয়ী

ভোট দিলেন কেরানীগঞ্জের বিএনপি নেতা, ফাঁকা ছিল বেশিরভাগ কেন্দ্র

গাজীপুর সদর উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

ফরিদপুরে চেয়ারম্যান পদে তিন উপজেলায় যারা নির্বাচিত হলেন

হাইকোর্টের আদেশ স্থগিত: ঝিনাইদহ-১ আসনে নির্বাচনে বাধা নেই

রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম বাঙালিকে আলোর পথ দেখায়: পরিকল্পনা প্রতিমন্ত্রী

কুমিল্লায় ট্রান্সফর্মার চোর চক্রের সদস্য গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :