ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুতের দুই কর্মী নিহত

ঝালকাঠির কাঠালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের দুই কর্মী নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের নেয়ামতপুরা গ্রামের মোল্লাহার হাট বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইনচার্জ মো. মিজানুর রহমানের বাড়ি পটুয়াখালী ও লাইন ম্যান মনিরের বাড়ি কাঠালিয়া উপজেলার বানাই গ্রামে।
জানা যায়, তারা দুজন নেয়ামতপুরা গ্রামের মোল্লার হাটে বিকাল থেকে বিদ্যুতের ছিঁড়ে পড়া লাইন মেরামতের কাজ করছিলেন। সন্ধ্যার দিকে হঠাৎ করে তারা বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
(ঢাকাটাইমস/০৩আগস্ট/এসএ)

মন্তব্য করুন