রাজনৈতিক সংকট নিরসনে কুড়িগ্রামে সুজনের মানববন্ধন

রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বানে সুশাসনের জন্য নাগরিক-সুজন কুড়িগ্রাম জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সুজন সভাপতি শিক্ষাবিদ খন্দকার খায়রুল আনম, সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, সুজন কার্যকরী সদস্য এডভোকেট আহসান হাবীব নীলু ও অধ্যক্ষ প্রতিমা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুল কাদের, দপ্তর সম্পাদক সাংবাদিক জাহানুর রহমান খোকন প্রমুখ।
সুজনের আয়োজনে সারা দেশের ন্যায় কুড়িগ্রামে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা জনদুর্ভোগ, প্রাণহানি ও সংঘর্ষ এড়াতে রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে বসে সংলাপ ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটি অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।
(ঢাকাটাইমস/০৫ আগস্ট/ ইএইচ)

মন্তব্য করুন