ছেলেকে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে পিটিয়ে বাড়িছাড়া করার অভিযোগ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সন্তানদের জমি লিখে না দেওয়ায় ৮০ বছর বয়সী এক বাবাকে নির্যাতন করে বাড়ি থেকে বাহির করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাবা আইনের সহায়তা নিতে নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই বৃদ্ধের নাম রজব আলী (৮০)। তিনি নাগেশ্বরী উপজেলার বের“বাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকার বাসিন্দা।
শনিবার নাগেশ্বরী থানায় অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী বাবা। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে আনোয়ার হোসেন ও রফিকুল ইসলামকে জমি লিখে না দেওয়ার কারণে তাকে নির্যাতন করে বাড়ি থেকে বাহির করে দিয়েছেন।
এর আগে গত ১০ আগস্ট উপজেলার বেরু বাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, বৃদ্ধ রজব আলীর ছেলে আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম মিলে তাকে ডাং মাইর করে বাড়ি থেকে বের করে দেয়। উপায় অন্তর না পেয়ে ন্যায় বিচারের আসায় নাগেশ্বরী থানায় একটি অভিযোগ করেছেন তিনি।
ঘটনার বিষয়ে বেরু বাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোলায়মান আলী বলেন, বিষয়টি আমাকে জানানো হয়নি, তবে নিঃসন্দেহে এটি একটি খারাপ কাজ করেছে, এর সঠিক বিচার হওয়া উচিত।
এ ব্যাপারে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, এরকম একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
(ঢাকাটাইমস/১২আগস্ট/এআর)

মন্তব্য করুন