বরগুনায় পুকুরে মিললো ৯৫টি জ্যান্ত ইলিশ

আনিসুর রহমান টুলু, বরগুনা
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৩, ১০:৪৩| আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১০:৪৮
অ- অ+

পুকুর বা দিঘিতে ইলিশ মাছ! শুনতে ও বুঝতে অবিশ্বাস্য হলেও হয়েছে এমন কিছুই। বলছিলাম বরগুনার পাথরঘাটা উপজেলার ১ নং রায়হানপুর ইউনিয়নে একটি পুকুরে পাওয়া গেছে ৯৫টি জ্যান্ত ইলিশ।

ইউনিয়নের ঐতিহ্যবাহী সিদাম মিয়া বাড়ির পুকুরে জ্যান্ত ইলিশ পাওয়ার খবর ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।

জানতে চাইলে ঐ বাড়ির মো. সুজন চৌধুরী বলেন, প্রায় ৭৫ শতাংশ জুড়ে আমাদের এই পুকুরে প্রতি বছরই মাছ ধরা হয়, এরই ধারাবাহিকতায় মঙ্গলবার পুকুরে থাকা বড় বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা শুরু করলে বিভিন্ন মাছের সাথে জালে উঠতে থাকে একের পর এক ইলিশ মাছ, যা খুবই আনন্দদায়ক, সব মিলিয়ে ৯৫ টি জ্যান্ত ইলিশ আমরা ধরতে সক্ষম হই। পরে আমাদের বংশের সকলের মাঝে ৯৫টি ইলিশ ভাগাভাগি করা হয়।

তিনি আরো বলেন, আমাদের ঐতিহ্যবাহী সিদাম মিয়া বাড়ি যার নামে পরিচিত সেই রায়হানপুর সিদাম মিয়া আজ থেকে প্রায় সাড়ে তিনশ বছর পূর্বে আমাদের পূর্ব পুরুষ সিদাম মিয়া ছিলো, প্রায় ৬/৭ পুরুষ পরে আজও সেই সিদাম মিয়া বাড়ি নামেই পরিচিত, সিদাম মিয়ার বংশে বর্তমানে যারা জীবিত আছেন তাদের সকলেরই এই পারিবারিক পুকুর। এই পুকুরে অন্যান্য মাছের সাথে ইলিশ মাছ পাওয়ার আনন্দ ভিন্ন রকম ছিলো।

৬৫ বছর বয়সী মো. আলম চৌধুরী বলেন, পুকুরে ইলিশ পেয়ে আমাদের অনেক ভালো লেগেছে, যারা মাছ ধরেছে আমরা তাদেরকে অর্ধেক ইলিশ মাছ দিয়েছি এবং অবশিষ্ট মাছগুলো আমাদের বংশের সকলের মাঝে সমান সমান ভাগ করে নিয়েছি, তাতে প্রত্যেক পরিবারে ২টি করে ইলিশ মাছ পেয়েছে।

(ঢাকাটাইমস/১৮ আগস্ট/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ৯০ কেজি হরিণের মাংসসহ ট্রলার উদ্ধার 
বরগুনায় ৪০ বছর ধরে সুপেয় পানি থেকে বঞ্চিত পাঁচ শতাধিক পরিবার 
বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক হালিম মোল্লা গ্রেপ্তার 
বরগুনায় মাদক সম্রাজ্ঞী নিরু বেগম গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা