বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক হালিম মোল্লা গ্রেপ্তার 

বরগুনা প্রতিনিধি
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৫, ০৯:০৬| আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১১:৩৫
অ- অ+

বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল হালিম মোল্লা (৫৩)কে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে বরগুনা সদর উপজেলার লাকুরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ।

বরগুনা সদর থানার কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, “গ্রেপ্তারকৃত হালিম মোল্লা বরগুনা পৌরসভার ৬নং ওয়ার্ডের মোশারফ হোসেন মোল্লার ছেলে। হালিম মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় রাজনীতিতে অস্থিরতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গত ৪ ফেব্রুয়ারি বরগুনা থানায় মামলাটি দায়ের হয়। তিনি ওই মামলায় এজাহারভুক্ত আসামি।”

তিনি আরো বলেন, “বিশেষ ক্ষমতা আইন, চাঁদাবাজি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, একাধিক মামলা রয়েছে হালিম মোল্লার বিরুদ্ধে। সব মিলিয়ে তার বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।”

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা