পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশেনের ‘বিভাগীয় কার্যনির্বাহী কমিটি’ গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ আগস্ট ২০২৩, ১৭:০৫

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশেনের ‘বিভাগীয় কার্যনির্বাহী কমিটি’ গঠন করা হয়েছে। ২০ আগস্ট সংগঠনের সভাপতি মো. মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান (এসপি, ঢাকা জেলা) কমিটির অনুমোদন দেন।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশেন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী ‘বিভাগীয় কার্যনির্বাহী কমিটি’ গঠন করা হয়েছে।

বিভাগীয় কমিটির মধ্যে- চট্টগ্রাম বিভাগের সভাপতি করা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়কে। আর সাধারণ সম্পাদক হয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। রাজশাহী বিভাগের সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. আনিসুর রহমান (রাজশাহী রেঞ্জ ডিআইজি) এবং সাধারণ সম্পাদক রাজশাহীর পুলিশ সুপার মো. সাইফুর রহমান, বরিশাল বিভাগের সভাপতির দায়িত্ব পেয়েছেন রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান এবং সাধারণ সম্পাদক বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, রংপুর বিভাগের সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল বাতেন এবং সাধারণ সম্পাদক রংপুরের পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুী।

এছাড়া খুলনার বিভাগের সভাপতির দায়িত্ব পেয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক খুলনার পুলিশ ‍সুপার মো. সাঈদুর রহমান, সিলেট বিভাগের সভাপতির দায়িত্ব পেয়েছেন রেঞ্জ ডিআইজি মো. শাহ মিজান শাফিউর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তাছাড়া ময়মনসিংহ বিভাগের সভাপতি করা হয়েছে রেঞ্জ ডিআইজি ও সাধারণ সম্পাদক করা হয়েছে ময়মনসিংহের পুলিশ সুপরকে।

গঠনতন্ত্র অনুযায়ী দ্রুত পূর্ণাঙ্গ বিভাগীয় কার্যনির্বাহী কমিটি গঠন পূর্বক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

ঢাকাটাইমস/২২আগস্ট/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :