নির্বাচনে প্রধানমন্ত্রীকে আমরা আর বিশ্বাস করতে চাই না: বিএনপি নেতা ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন দিতে হবে। যতক্ষণ সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে। নির্বাচনে প্রধানমন্ত্রীকে আমরা আর বিশ্বাস করতে চাই না।
শনিবার বিকালে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি কালো পতাকা মিছিলের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, এ সরকার আর ক্ষমতায় থাকবে না। যারা কথায় কথায় বিদ্যুতের দাম বাড়ায়, তাদের মানুষ ক্ষমতায় রাখবে না। নির্বাচন হবে জনগণের দাবি অনুসারে।
তিনি বলেন, নারায়ণগঞ্জের মানুষ বাঘের বাচ্চা। ২০১৪ ও ২০১৮ সালে কি কোনো ভোট হয়েছিল। আমরা এক দিনের জন্য বাড়িতে যেতে পারিনি। মানুষ বলে ভোট দিতে পারিনি তবে তাদের ভোট নাকি হয়ে গেছে। মৃত মানুষও ভোট দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু হাসনাত ইউসুফ খান টিপু, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ প্রমুখ।
(ঢাকাটাইমস/২৬আগস্ট/এআর)

মন্তব্য করুন