মধ্যরাতে নদী কমিশন চেয়ারম্যানকে ধাওয়া করল কালো কাচের মাইক্রোবাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৩, ১১:৩৬| আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১২:৪১
অ- অ+
নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী (ফাইল ফটো)

রাজধানীর মহাখালী এলাকায় মধ্যরাতে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরীকে ধাওয়া করেছে একটি কালো কাচের সাদা মাইক্রোবাস।

বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার টকশোতে অংশ নিয়ে কারওয়ান বাজার থেকে বনানীর বাসায় ফেরার পথে রবিবার দিবাগত রাত ১২টার পর নম্বরপ্লেটবিহীন মাইক্রোবাসটি তার গাড়ির পিছু নেয়।

চালকের দূরদর্শিতায় এ যাত্রা রক্ষা পেয়েছেন জানিয়ে মনজুর আহমেদ চৌধুরী সোমবার সকালে ঢাকা টাইমসের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা করেন।

মনজুর চৌধুরী জানান, টকশো শেষে নিজের গাড়িতে বাসায় ফিরছিলেন। গাড়িতে তিনি ছাড়া চালক ও একজন ব্যক্তিগত স্টাফ ছিলেন।

তিনি ঢাকা টাইমসকে বলেন, ‘বনানীর দিকে যেতে মহাখালী ফ্লাইওভারে ওঠার আনুমানিক ১০০ গজ আগে মাইক্রোবাসটি বেপরোয়া গতিতে পেছন থেকে এসে তার গাড়িটিকে কৌশলে একপাশে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে গাড়িটি রেলিংয়ের সঙ্গে সহজেই ধাক্কা খায়। বিষয়টি টের পেয়ে চালক গাড়ির জোরে (স্পিড আপ) চালিয়ে একটানে রহস্যজনক গাড়িটিকে অতিক্রম করতে সক্ষম হয়।

আরও পড়ুন >> ব্রিটিশ সিএস অনুযায়ী চিহ্নিত হবে নদী

পরে সন্দেহজনক মাইক্রোবাসটি দিক পরিবর্তন করে ফ্লাইওভারের নিচে গিয়ে থেমে থাকে। মাইক্রোবাসটিকে দূর থেকে দাঁড়িয়ে থাকতে দেখেন মনজুর আহমেদ চৌধুরীসহ তার সঙ্গে থাকা গাড়ির আরোহীরা।

নদী কমিশন চেয়ারম্যানের ধারণা, দুষ্কৃতকারীরা তাকে দুর্ঘটনাকবলিত করে হত্যার চেষ্টা চালিয়েছিল বা ভয় দেখাতে এসেছিল। তিনি ঢাকা টাইমসকে বলেন, বিজয় সরণি থেকেই রহস্যময় গাড়িটি পিছু নিয়েছিল বলে তার চালক দেখতে পেয়েছিলেন।’

এ বিষয়ে এখনো থানায় জিডি বা মামলা করেননি বলে জানান মনজুর চৌধুরী। অন্যদিকে বনানী থানাসূত্র পুলিশের কাছে এমন কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছে।

এ ঘটনার পর নিজে নিরাপত্তাহীন বোধ করছেন জানিয়ে নদী কমিশন চেয়ারম্যান ঢাকা টাইমসকে বলেন, ‘পুলিশ চেয়ে পাঁচবারের বেশি মন্ত্রণালয়ে আবেদন করলেও আমার নিরাপত্তায় পুলিশ দেওয়া হয়নি।’

(ঢাকাটাইমস/২৮আগস্ট/আরআর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা