আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ভোলায় বিএনপির মৌন মিছিল

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৩, ১৪:৩৩| আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১৫:১৯
অ- অ+

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলাহাজ রাইসুল আলমের নেতৃত্বে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে জেলা বিএনপি।

বুধবার ভোলা জেলা বিএনপি কার্যালয় থেকে মৌন মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বরিশাল দালান পর্যন্ত গেলে পুলিশের বাধার মুখে সেখানেই সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রাইসুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, আব্দুর রব আকন, মফিজুল হক মিলন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল মিলন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আলামিন, সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, জাকির হোসেন মনির, লুকু চৌধুরী প্রমুখ।

(ঢাকাটাইমস/৩০ আগস্ট/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা