কুমারখালীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৩, ১২:৩৬
অ- অ+

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত, কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম আকিব, কৃষিবিদ দেবাশীষ বিশ্বাস, কুমারখালী পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মমতাজ বেগম, কুমারখালী পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর এস এম রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মাদক, বাল্যবিবাহ, জুয়া এসব সামাজিক অপরাধ বন্ধ করতে হবে। গড়াই নদীর উপর নির্মিত শহীদ গোলাম কিবরিয়া সেতুতে বিশেষভাবে নজর রাখতে হবে প্রশাসনের।

সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন, জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকী বাদশা, নাগরিক কমিটির সভাপতি মো. আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা এটি এম আবুল মনসুর মজনু, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, বীর মুক্তিযোদ্ধা সোলেমান জোয়ার্দার, সাংবাদিক বকুল চৌধুরী, সাংবাদিক কেএম আর শাহিন, সাংবাদিক জাকের আলী শুভ, সাংবাদিক এমএ ওহাব, সাংবাদিক এইচ এম বেলাল, সাংবাদিক আবু দাউদ রিপন, সাংবাদিক মিজানুর রহমান নয়ন, সাংবাদিক মনোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

(ঢাকাটাইমস/৩১ আগস্ট/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা