সিংড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

নাটোরের সিংড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় আব্দুর রহমান ওরফে বিপ্লব (২৪) নামে এক হাইওয়ে পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়া উপজেলার আজাদ দরগা নামক স্থানে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত পুলিশ সদস্য বগুড়া সদর মালগ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ও বর্তমানে রাজশাহী পবা হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।
ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মাসুদ রানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/৩১আগস্ট/এসএ)

মন্তব্য করুন