সাবধান সজাগ সচেতন

রেজাউল মাসুদ
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৬| আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪০
অ- অ+

ট্রেনের সঙ্গে গাড়ির ধাক্কা প্রাণ গেল পুলিশের । এমন একটি মর্মান্তিক ঘটনার সংবাদপত্রের ফেসবুক পেজে কমেন্ট সেকশনে "আলহামদুলিল্লাহ" বলায় সিপিসির একটি টিম এক মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করে। অভিযুক্ত ব্যক্তির নাম মোঃ আব্দুল্লাহ। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।

তার কমেন্টের উপর বহু লোক এই আলহামদুলিল্লাহ কমেন্ট করতে থাকে। অনলাইন নিউজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এ কমেন্ট সর্বত্র ছড়িয়ে পড়লে পুলিশ সদস্যদের মধ্যে ব্যপক ক্ষোভ অসন্তোষ এবং অস্থিরতা তৈরি হতে থাকে।ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির উপক্রম হয়।

সিআইডি সাইবার ইন্টেলিজেন্স এর একটি টিম তাকে শনাক্ত করে। আজ সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন তিনি। তিনি মূলতঃ কওমি এবং হেফাজত ইসলাম পন্থী একটি মাদ্রাসার শিক্ষক এবং স্থানীয় মসজিদের ইমাম।

ডিজিটাল নিরাপত্তা আইনের ৩১ ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি অনলাইনে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন, যাহা সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে বা অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে অথবা আইন-শৃঙ্খলার অবনতি ঘটায় তাহা হইলে উক্ত ব্যক্তির এ অপরাধে ৭ (সাত) বৎসর কারাদণ্ডে, বা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

বর্তমানে সাইবার নিরাপত্তা ২০২৩ আইনেও এ ধারাটি কার্যকর রয়েছে, তবে সাজা দুবছর কমিয়ে ৫ বছর করা হয়েছে।

ডিজিটাল সতর্কতাঃ

অনলাইনে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে

১. মানহানিকর তথ্য প্রকাশ বা প্রচার

২. আক্রমণাত্মক, মিথ্যা বা ভীতি প্রদর্শক, তথ্য প্রেরণ, প্রকাশ

৩. রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ণু করিবার, বা বিভ্রান্তি ছড়াইবার, বা তদুদ্দেশ্যে, অপপ্রচার প্রকাশ, বা প্রচার

৪. এমন কিছু প্রকাশ বা প্রচার যা বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে বা অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে অথবা আইন-শৃঙ্খলার অবনতি ঘটায়

এসবই ডিজিটাল নিরাপত্তা আইন কিংবা সম্প্রতি পাশ হওয়া সাইবার নিরাপত্তা আইনে অপরাধ। তাই অপরাধের শাস্তির খড়গ প্রয়োগের পূর্বেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতার কোন বিকল্প নেই॥

লেখক: রেজাউল মাসুদ, পুলিশ কর্মকর্তা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গানের নাম ‘প্রেমিক স্বৈরাচার’
দল নিষিদ্ধের বিধানসহ সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি সোমবার
খিলগাঁওয়ে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহকর্মীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানি বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা