লালমোহনে দুই মাদক কারবারি গ্রেপ্তার

লালমোহন (ভোলা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:০২| আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬
অ- অ+

ভোলার লালমোহনে ১ কেজি গাঁজাসহ মো. জান্টু ও আবদুর রহমান নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. জান্টু লালমোহন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড নয়ানীগ্রামের শাহজাহান মিয়ার ছেলে ও আবদুর রহমান একই এলাকার মো. কালুর ছেলে। প্রায় দু মাস আগে ৪ কেজি গাঁজাসহ আটক হয়েছিল জান্টু।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মো. ইউসুফ, এসআই মো. নাঈমসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা থেকে জান্টু ও তার সহযোগী আবদুর রহমানকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

লালমোহন থানার ওসি মাহবুবুর রহমান বলেন, জান্টু ও আবদুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও জান্টুর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। রবিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৩ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ হলো আওয়ামী লীগ
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা