মানিকগঞ্জে জামিনে বের হয়ে মাদকসহ আবার গ্রেপ্তার

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম।
গ্রেপ্তার মো. মাসুদ রানা ওরফে রাসেল মানিকগঞ্জের ঘিওর উপজেলার দক্ষিন তরা এলাকার বাসিন্দা।
পরিদর্শক আবুল কালাম জানান, গ্রেপ্তার মাসুদ রানার বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন। সেসব মামলায় জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রির সঙ্গে জড়িয়েছে এমন সংবাদের প্রেক্ষিতে রবিবার রাত সাড়ে ১১ টার দিকে ঘিওরের দক্ষিণ তরা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার মাদকের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ চার হাজার টাকা। এ ঘটনায় ঘিওর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/এসএ)

মন্তব্য করুন