শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ভিকারুননিসার শিক্ষকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৯ | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১২

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক ভিকারুননিসার বসুন্ধরা শাখায় ইংরেজি পড়ান। অভিযোগকারী শিক্ষার্থীও একই শাখার।

ভুক্তভোগী ছাত্রীর বাবা গত ২৯ আগস্ট ঢাকা বিভাগীয় কমিশনার মো.সাবিরুল ইসলামের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। এর পরদিন অভিযোগ তদন্তের দায়িত্ব দেয়া হয় বিভাগীয় কমিশনার কার্যালয়ের শিক্ষা ও আইসিটি শাখার সহকারী কমিশনার আল-আমিন হালদারকে।

জানা যায়, ইংরেজির ওই শিক্ষক আপত্তিকর খুদে বার্তা পাঠিয়ে ওই শিক্ষার্থীকে হয়রানি করেন। অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করে ওই শিক্ষককে পাঠদান থেকে বিরত রাখা হয়েছে। মঙ্গলবারের মধ্যে তদন্ত শেষ হওয়ার কথা। এরপরই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

শিক্ষার্থীর বাবা লিখিত অভিযোগে উল্লেখ করেন, প্রাইভেট পড়ানোর ফাঁকে ওই শিক্ষক বিভিন্ন সময় তার মেয়েকে অশালীন এসএমএস পাঠান। যেগুলো খুবই আপত্তিকর ও সম্মানহানিকর। তিনি এই ঘটনার প্রতিকার চেয়েছেন।

এ বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী ঢাকা টাইমসকে বলেন, ‘যারা অভিযোগ করেছে তারা আমাদের চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছে। তারপরই ম্যাজিস্ট্রেটসহ আমরা তদন্ত শুরু করে দিয়েছি। আপাতত সেই শিক্ষক কোনো ক্লাস করতে পারবেন না, শুধু সংযুক্ত থাকবেন। তদন্তের ফলাফলও দ্রুতই সামনে আসবে।’

তদন্ত কর্মকর্তা সহকারী কমিশনার আল-আমিন হালদার ঢাকা টাইমসকে বলেন, ‘তদন্তের কাজ কিছু বাকি আছে। আরও একদিন সময় লাগতে পারে। আগামীকালের মধ্যে তদন্ত জমা দেওয়ার চেষ্টা রয়েছে।’

(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/টিএ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ঢাবির সিনেট সদস্য হিসেবে পাঁচ সংসদ সদস্যকে মনোনয়ন

স্থগিত পরীক্ষার বিষয়ে সিআরদের সঙ্গে বসবেন বুয়েট ভিসি

ঢাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

ঢাকাসহ ৫ বিভাগের ২৭ জেলায় মঙ্গলবার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

কুবিতে ত্রিমুখী সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: ঢাকা ও চট্টগ্রামের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা

শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠার তাগিদ দিলেন শিল্পমন্ত্রী

ঢাকার তাপমাত্রা দেখে সারাদেশে স্কুল বন্ধ করা যুক্তিযুক্ত নয়: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৪৮তম বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত 

তাপপ্রবাহের ঝুঁকির মধ্যেই খুলল শিক্ষা প্রতিষ্ঠান

এই বিভাগের সব খবর

শিরোনাম :