বাগেরহাট-মাওয়া মহাসড়কে ট্রলিচাপায় ভ্যানচালক নিহত

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৬
অ- অ+

বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফলতিতা বটতলা এলাকায় ট্রলিচাপায় আজগর আলী হাওলাদার (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজগর আলী হাওলাদার গোপালগঞ্জের গোহাটা গ্রামের আলী হাওলাদারের ছেলে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী (ওসি) বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফলতিতা বটতলা নামক এলাকায় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ভ্যান ও অপর দিক থেকে আসা ইট বহনকারী ট্রলি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ভ্যান চালক মো. আজগর আলী হাওলাদার নিহত হন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ট্রলিটি ও ভ্যান গাড়িটি পুলিশ হেফাজতে নেই। তবে ঘটনার পর ট্রলিচালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
দেশে এক দিনে বজ্রপাতে শিশুসহ ১০ মৃত্যু
জুলাই শহীদকন্যা ধর্ষণ মামলায় পলাতক সেই কিশোর গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা