নোয়াখালীতে বাসচাপায় ভ্যানচালক নিহত

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৯
অ- অ+

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের চৌমুহনী-মাইজদী সড়কে যাত্রীবাহী বাসচাপায় কালা মিয়া (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বাসচাপায় ধুমড়ে-মুছড়ে গেছে কাঁচা মালবাহী কালা মিয়ার ভ্যানটি। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন এগিয়ে এসে বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে চৌমুহনী-মাইজদী সড়কের একলাশপুর বাজার সংলগ্ন কাতাওয়ালা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালা মিয়া পূর্ব একলাশপুর গ্রামের শেয়ার বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালা মিয়া পেশায় একজন কাঁচা মাল ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকালে নিজের ভ্যান নিয়ে কাঁচা মাল বিক্রির উদ্দেশ্যে বের হন তিনি। বিকাল সাড়ে ৫টার দিকে ভ্যান চালিয়ে একলাশপুর বাজার থেকে রঞ্জনবিবি বাজারের দিকে যাচ্ছিলেন কালা মিয়া। এসময় মাইজদী থেকে ছেড়ে আসা সুগন্ধা দ্রুতযান সার্ভিসের একটি বাস কালা মিয়ার ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে ভ্যানটি ধুমড়ে মুছড়ে গিয়ে সড়কে পড়ে ঘটনাস্থলে নিহত হন কালা মিয়া।

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আলম জানান, খবর পেয়ে বেগমগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা