বাংলাদেশ-ভারতের মধ্যে সৌহার্দ্য আরও বাড়াতে নীতিগত সাত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৯
অ- অ+

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনে বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি আরও বাড়াতে সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা ও মাদক চোরাচালানরোধসহ নীতিগতভাবে সাতটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সম্মেলনে কঠোর হস্তে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র, জাল নোট চোরাচালান বন্ধ করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। এসব নিয়ে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা কার্যকরভাবে বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টায় যশোরের একটি অভিজাত হোটেলে চার দিনের সম্মেলন শেষে প্রেস ব্রিফিং করে এ কথা জানানো হয়েছে।

গত ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত রিজিয়ন কমান্ডার ও ফ্রন্টিয়ার আইজি পর্যায়ের এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

এছাড়াও সম্মেলনে সীমান্তের ১৫০ গজের মধ্যে বন্ধ থাকা উন্নয়নমূলক কর্মকান্ড জয়েন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সমাপ্ত করার বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিজিবি রংপুরের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনালের মোহাম্মদ মোরশেদ আলম, বিজিবি যশোর রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহমেদ।

ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি আয়ুসমানি তিওয়ারি।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিবির স্টাফবৃন্দ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, যৌথ নদী কমিশনের কর্মকর্তারা।

এছাড়াও ভারতীয় পক্ষে বিএসএফ নর্থ বেঙ্গল ও গোহাটি ফ্রন্টিয়ারের আইজিবৃন্দ, নোডাল অফিসার, ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা