ঋণ পরিশোধ করতে না পারায় গৃহবধূর আত্মহত্যা

অভাব অনটনের সংসারে কিছুটা আলো ফোটাতে একাধিক এনজিও থেকে নেন ঋণ। কিন্তু একাধিক এনজিও থেকে নেওয়া সেই ঋণের টাকা পরিশোধ করতে না পারায় আকলিমা খাতুন নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার আকন্দবাড়িয়া (নতুন পাড়া) গ্রামে।
নিহত আকলিমা খাতুন উপজেলার দর্শনা থানার আকন্দবাড়িয়া (নতুন পাড়া) গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পরিবারের সবার অজান্তে নিজ ঘরের বাঁশের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় প্রতিবেশিরা টের পেয়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে একইদিন বিকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু অর্থনৈতিক অস্বচ্ছলতার কারণে আকলিমার পরিবার রাজশাহী না নিয়ে তাকে নিজ বাড়িতে ফিরিয়ে আনেন। বুধবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
আকলিমার আত্মহত্যার কারণ সম্পর্কে তার পরিবার ও স্থানীয়রা জানান, তিনি এলাকার বিভিন্ন এনজিও হতে লোন করে দেনা দায়ে জর্জরিত হয়ে মানসিক সমস্যায় ভুগছিলেন। লোনকৃত কিস্তি পরিশোধ করতে না পারার কারণে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ফজলুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি তিনি ঋণগ্রস্ত ছিলেন। ফলে মানসিক অশান্তিতে ভুগে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। এবং অবশেষে তিনি মারা যান।
(ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/এসএ)

মন্তব্য করুন