ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে সাবেক শ্রীলঙ্কান স্পিনার গ্রেপ্তার

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক স্পিনার সচিত্র সেনানায়েকেকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা পুলিশ। বুধবার সকালে সেনানায়েকে আত্মসমর্পণ করলে ক্রীড়া দুর্নীতি তদন্ত ইউনিট তাকে গ্রেপ্তার করে। এর তিন সপ্তাহ আগে তাকে বিদেশ ভ্রমণে নিষিদ্ধ করেছিল আদালত।
২০২০ সালের লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ম্যাচে দুজন খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিংয়ে প্রলুব্ধ করার অভিযোগ আনা হয় সেনানায়েকের বিরুদ্ধে। টুর্নামেন্টে উপস্থিত না থেকেও তিনি দুইজন খেলোয়াড়কে ম্যাচ পাতানোর জন্য প্রভাবিত করেন বলে জানা যায়। ক্রীড়া মন্ত্রণালয়ের একটি তদন্ত ইউনিট তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করতে প্রস্তুত বলে জানিয়েছেন পুলিশের একজন মুখপাত্র।
৩৮ বছর বয়সী এই স্পিনার শ্রীলঙ্কার হয়ে ৪৯টি ওডিআই, ২৪টি ওয়ানডে এবং একটিমাত্র টেস্ট খেলেছেন। এছাড়াও তিনি ২০১৩ সালের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে আটটি ম্যাচও খেলেছেন। ২০১৪ সালে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে তাকে নিষিদ্ধ করে আইসিসি। ২০১৫ সালে নতুন বোলিং অ্যাকশনের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও তেমন একটা সুবিধা করতে পারেননি তিনি। ২০১৬ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি শ্রীলঙ্কার হয়ে শেষ ম্যাচ খেলেন।
(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/এসআই/এফএ)

মন্তব্য করুন