স্মার্ট বাংলাদেশ গড়তে ‘টেকসই পর্যটন’ গঠন করতে হবে: হাবিবুর রহমান

স্মার্ট বাংলাদেশ গঠনে ‘টেকসই পর্যটন’ গড়ার ওপর গুরুত্ব দিয়েছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। তিনি বলেন, বিভিন্ন অসুবিধাকে দূরে ঠেলে ভ্রমণকে আরও সুন্দর ও স্মার্ট করতে হবে। স্মার্ট বাংলাদেশ গঠনে ‘টেকসই পর্যটন’ গড়তে হবে। আর এই স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি।
বৃহস্পতিবার ট্যুরিস্ট পুলিশ ট্রেনিং সেন্টারের আয়োজনে ‘স্মার্ট গন্তব্যে পর্যটকদের প্রতি স্টেকহোল্ডারদের সমন্বিত আচরণগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। গাজীপুর সাফারি পার্ক ট্রাস্ট নিটওয়্যার লি. এর কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- টুরিস্ট পুলিশের ডিআইজি আবু কালাম সিদ্দীক, গাজীপুরের জেলা প্রশাসক ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার, ট্রাস্ট নীটওয়্যার ইন্ডাস্ট্রিজ লি. এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর খলিল মিয়া ও কামরুল হাসান। কর্মশালায় বিষয়বস্তু উপস্থাপন করেন- পুলিশ সুপার (ট্রেনিং অ্যান্ড ওরিয়েন্টেশন) ইয়াছমিন খাতুন এবং সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার ড. আশরাফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বলেন, বাংলাদেশ ষড়ঋতুর দেশ; যেখানে একজন পর্যটক শীতকাল থেকে বর্ষাকাল যেকোনো সময় ভ্রমণ করতে পারেন। সারাদেশে প্রতিদিন দেড় থেকে দুই লাখ মানুষ ভ্রমণ করেন। গাজীপুর জেলা একটি পর্যটন জেলা। এই জেলার পর্যটন বিকাশে সরকারের পাশাপাশি সব নাগরিককে এগিয়ে আসতে হবে। এজন্য ট্যুরিস্ট পুলিশ সর্বাবস্থায় সবাইকে স্বাগতম জানাবে। আমাদের প্রধান কাজ পর্যটকের সুরক্ষা দেওয়া। পাশাপাশি তাদের সম্পত্তি ও পরিবেশ রক্ষা করা।
হাবিবুর রহমান বলেন, ‘আপনারা চাইলে আপনাদের পরিবেশ রক্ষা করে পর্যটনের বিকাশ ঘটাতে পারেন। এই এলাকার পর্যটন স্পটগুলো কী ধরনের উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারে সেজন্য সবার সঙ্গে মত বিনিময়ের আয়োজন করা হয়েছে। বিভিন্ন সুবিধা-অসুবিধা উত্তরণের মাধ্যমে ভ্রমণকে কীভাবে আরও সুন্দর করা যায় সেটা নিয়ে সবাইকে কাজ করতে হবে। টেকসই পর্যটন গঠনের মাধ্যমে ‘স্মার্ট বাংলাদেশ’ গঠন করা যাবে।’
কর্মশালা উদ্বোধনের পর অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অফিস পরিদর্শন যান। এসময় জিএমপি কমিশনার মাহবুব আলম তাকে ফুলেল শুভেচ্ছা জানান। টুরিস্ট পুলিশ প্রধান এসময় জিএমপি কার্যালয় ঘুরে দেখেন। পরে তিনি গাজীপুরে সাফারি পার্কে যান।
কর্মশালায় ট্যুরিস্ট পুলিশের ডিআইজি আবু কালাম সিদ্দীক বলেন, ‘গাজীপুরের গার্মেন্টস শিল্পের সমৃদ্ধের পাশাপাশি পর্যটন শিল্পকেও এগিয়ে নিয়ে যেতে হবে। ১০ টাকার জিনিস যদি ৫০ টাকা রাখেন এ ধরনের আচরণে পর্যটন সেক্টর বিকাশে বাধাগ্রস্ত হবে। তাই আমরা প্রতিটি পর্যটকদের সঙ্গে আমাদের ব্যবহার ঠিক রাখব। তাহলেই আমাদের পর্যটন শিল্প ঘুরে দাঁড়াবে।’
গাজীপুরের জেলা প্রশাসক ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘সবুজ, শিল্পে ভরপুর গাজীপুর। পর্যটনের বিকাশ ঘটাতে ট্যুরিজমকে সুন্দরভাবে লালন করতে হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্ব দিতে হবে।’
গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, জাতির পিতার ভিশনারি নেতৃত্বের কারণেই আজকের এই ট্যুরিস্ট পুলিশ। পুরো বাংলাদেশ একটি পর্যটন এলাকা। ট্যুরিজমে আমাদের যে সক্ষমতা তা ঈর্ষণীয়। আর এ সক্ষমতার পেছনে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
কর্মশালায় সাফারি পার্কের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, পর্যটকদের অনেকে বিনা টিকেটে পার্কে প্রবেশ করতে চান। পাশাপাশি এখানে ভালোমানের কোনো হোটেল নেই। পর্যটকরা বিশৃঙ্খলা করে; তাই নিরাপত্তা জোরদার করতে হবে।’
তিনি বলেন, ‘সরকারিভাবে এখানে কোনো গাইড নেই। প্রশিক্ষিত গাইড দরকার। পর্যটকরা যেখানে-সেখানে ময়লা ফেলে রাখে।’
আনিসুল ইসলাম নামে একজন পর্যটক বলেন, ‘পার্কের সামনের দোকনগুলোতে নিত্যপণ্যের দাম অনেক চড়া। বেশি দামে সেখানে পণ্য বিক্রি করা হয়। পার্কের নিরাপত্তা ভালো, ট্যুরিস্ট পুলিশ অনেক ভালো কাজ করছে।’
(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/এসএস/ইএস)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

১০ বছরে অর্থ সম্পদে ফুলেফেঁপে উঠেছেন এমপি জিন্নাহ

মেঘনায় নিয়মনীতির তোয়াক্কা না করেই বহুতল ভবন নির্মাণের অভিযোগ

লক্ষ্মীপুরে দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

দিনাজপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় আটক ১৮ জনের বিরুদ্ধে ৮ মামলা

জগন্নাথপুর হানাদারমুক্ত দিবস আজ

চট্টগ্রামের কালুরঘাটে জুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

মুন্সীগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধ

কিশোরগঞ্জের পাগলা মসজিদে এবার ২৩ বস্তা টাকা

আশুগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
