পটুয়াখালীতে সিনজেনটা বাংলাদেশের কৃষি উপকরণ বিতরণ
`বাঁচলে কৃষক বাঁচাবে দেশ, উন্নয়নে বাংলাদশে‘ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী জেলার উপকূলীয় অঞ্চলের সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় ও ঢাকা ব্যাংক লিমিটেডের অর্থায়নে ৫০০ কৃষকদের মাঝে সার, বীজ ও কীটনাশক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে পটুয়াখালী জেলা শিশু একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিনিয়র টেরিটোরি অফিসার মো. মোখলেছুর রহমান চপলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের জোনাল সেলস ম্যানেজার আসাদুজ্জামান মাসুদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এখলাসুর রহমান, আরও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের সিনিয়র অফিসার মো. সামিউল আমান, সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার মো. ইসতিয়াক শাহরিয়ার, সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের পটুয়াখালী সদরের পরিবেশক মো. মোশারেফ হোসেন, ও মো. রোকনুজ্জামানসহ সিনজেনটা বাংলাদশে লিমিটেড ও ঢাকা ব্যাংকের র্কমর্কতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৭ সেপ্টেম্বর/ইএইচ)