‘কথাসুন্দর’ সম্মাননা পাচ্ছেন নাট্যজন সেলিম রেজা সেন্টু

ঢাকা টাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০৬

বন্দরনগরী চট্টগ্রামের নাট্যদল ‘কথাসুন্দর’ সম্মাননা পাচ্ছেন নাট্যজন সেলিম রেজা সেন্টু। নাট্য পত্রিকা সম্পাদনার জন্য সেন্টু এই সম্মাননা পাচ্ছেন। আগামী ২ ও ৩ অক্টোবর কথাসুন্দরের পাঁচ বছর পূর্তির অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হেবে।

আগামী অক্টোবরে উপলক্ষ্যে সেলিম রেজা সেন্টুকে এই সম্মাননা দেওয়া হচ্ছে ঘোষনা করেছেন নাট্যদলটির আর্টিস্টিক ডিরেক্টর অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া।

সেলিম রেজা সেন্টু নাটকের কাগজ সম্পাদনা শুরু করেন প্রায় ছাব্বিশ বছর পূর্বে। তিনি ১৯৯৭ সালে অন্যধারার নাট্য পত্রিকা ‘দুই বাংলার থিয়েটার’ দিয়ে নাটকের কাগজ শুরু করেন। পরে ২০০২ সালে শিশু কিশোরদের নাটকের কাগজ ‘নাট্য’ এবং ২০১৬ সালে রঙ্গমঞ্চের সংবাদ বিষয়ক কাগজ ‘প্রাককথন’ প্রকাশ শুরু করেন।

বগুড়ার কৃতী সন্তান সেলিম রেজা সেন্টু ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাটক নির্দেশনায় স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। সেন্টুর প্রতিষ্ঠিত নিরীক্ষাধর্মী অনুসন্ধিৎসু নাটকের দল ‘প্রাকৃতজন’ ও শিশু কিশোরদের নাটকের দল ‘অ আ ক খ’ নাট্যাঙ্গনে এরইমধ্যে সুখ্যাতি পেয়েছে।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :