বিতর্কিত এডিসি হারুনের স্থলাভিষিক্ত হলেন শাহ আলম

রাজধানীর রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) করা হয়েছে শাহ্ আলম মো. আখতারুল ইসলামকে। বর্তমানে তিনি মতিঝিল গোয়েন্দা বিভাগের খিলগাঁও জোনালের দায়িত্বে আছেন। সোমবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার শাহবাগ থানা হেফাজতে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে পাশবিক নির্যাতনের ঘটনায় সাময়িক বরখাস্ত রমনা জোনের এডিসি হারুন অর রশীদকে রবিবার সরিয়ে দেওয়া হয়। সোমবার হারুনকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে ঘটনার দিন রাতে নারীঘটিত বিষয় নিয়ে ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈম ও কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে থানায় ধরে এনে নির্যাতন করেন এডিসি হারুন। এতে নাঈমের পাঁচ দাঁত উপড়ে যায়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত হলেও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নির্যাতনের ঘটনা নিয়ে ডিএমপি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ইতোমধ্যে কমিটির কাজ প্রায় শেষ দিকে।
(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এসএস/কেএম)

মন্তব্য করুন