বাংলাদেশের মানবাধিকার ও নির্বাচন প্রসঙ্গে প্রস্তাব উঠতে যাচ্ছে ইইউ পার্লামেন্টে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৭

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি, গুম, খুনসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিতর্কিত কর্মকাণ্ড এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয় নিয়ে প্রস্তাব উঠবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টে।

বুধবার পার্লামেন্টের নির্ধারিত এজেন্ডায় স্থান পেয়েছে বাংলাদেশের এসব প্রসঙ্গ।

নির্ধারিত ডিবেটের শিরোনাম হিউম্যান রাইটস সিচুয়েশন ইন বাংলাদেশ (২০২৩/২৮৩৩ (আরএসপি) এবং পার্লামেন্ট ও কমিশনের রুল ১৩৫ মোতাবেক ডিবেট অন কেইসেস অব ব্রিচেস অব হিউম্যান রাইটস, ডেমোক্রেসি অ্যান্ড দ্য রুল..(ম্যাক্সিমাম রুল ১৩৫) এর অধীনে পার্লামেন্টে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার লঙ্ঘন, আইনের শাসন ভূলুন্ঠিত এবং আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশের এলিট ফোর্স র‍্যাব ও ডিবির নামে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের চোখ মুখ বেঁধে ধরে নিয়ে পরবর্তীতে পরিবারের কাছে লাশ না দেওয়াসহ গুমের সন্ধান ইত্যাদি দাবি নিয়ে ইইউ পার্লামেন্টে এই নির্ধারিত বিতর্ক এখন পশ্চিমা বিশ্বে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।

ইইউ পার্লামেন্টে বুধবারের নির্ধারিত বিতর্ক এশিয়া-প্যাসিফিক এবং ইইউ পার্লামেন্ট নিয়ে কাজ করা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ড. শাকিরুল ইসলাম খান শাকিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়ন কমিশন, পার্লামেন্ট মেম্বার, সেক্রেটারিয়েটসহ নানা স্তরে বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসা গুম, খুন, হত্যা, সন্ত্রাস, গণতন্ত্রের লেবাসে স্বৈরতান্ত্রিক শাসন, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের নিপীড়ন-নির্যাতন, জেল-জুলুম আর বিএনপির নেতাকর্মীদের গুম, খুন ও বাড়িঘর-সম্পদ লুটপাট-- এসবের ডকুমেন্টারি এভিডেন্স সহকারে ধারাবাহিকভাবে কমিশনের নেতা, প্রেসিডেন্ট, পার্লামেন্ট প্রেসিডেন্ট, মেম্বারসহ নানা স্তরে আমরা যোগাযোগের মাধ্যমে তুলে ধরি।’

ডক্টর শাকিল আরও জানান, ইইউ পার্লামেন্ট সচিবালয়সহ এমপিদের কাছে তারা ১১ দফা দাবি সম্বলিত প্রস্তাব পার্লামেন্টে আনার জোর দাবি জানিয়ে আসছিলেন। তিনি বলেন, ‘এরই ফলে বুধবার এই বিতর্ক অনুষ্ঠিত হবে সকালেই এবং আমরা দৃঢ়ভাবে আশাবাদী পার্লামেন্টে এই মোশন (সিদ্ধান্ত) পাস করবে।’

তিনি বলেন, ‘পার্লামেন্টের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আজারবাইজান, গুয়াতেমালা আর বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন নিয়ে ইইউ পার্লামেন্ট যথেষ্টভাবে ওয়াকিবহাল হয়েই এই বিতর্ক আয়োজন করতে যাচ্ছে। পার্লামেন্টের সদস্যদের কাছে ইতিমধ্যে সরকারের দমনপীড়নের অনেক তথ্য হস্তগত হয়েছে। পার্লামেন্টের অনেক সদস্য এখন অনেকটাই বাংলাদেশের গণতন্ত্র ও আইনের শাসন নিয়ে সন্দিহান।’

পার্লামেন্টের আইন সচিবালয় সূত্রের বরাতে তিনি জানান, ইইউ চাচ্ছে সব পক্ষের অংশগ্রহণমূলক ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন কাঠামোতে বাংলাদেশ পরিচালিত হোক। সে জন্য ইইউ রাজনৈতিক শাখাকে কাজের সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্র উল্লেখ করেছেন।’

বেলজিয়াম বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলম হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আশার কথা, আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে আজকে ইউরোপীয় পার্লামেন্টের প্রত্যেক গ্রুপ আলাদা আলাদা প্রস্তাব বাংলাদেশ বিষয়ে পার্লামেন্টে জমা করেছে। ইউরোপিয়ান পার্লামেন্টে সংসদ সদস্যদের বিতর্কে বাংলাদেশের সংকট সমাধানের পথ সুগম হবে।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/জেবি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সুন্দরবনের আগুন নেভেনি, আরও ছড়িয়ে পড়ার শঙ্কা

বগুড়ায় বসতবাড়ি‌তে বি‌স্ফোরণে আহত বুশরা মারা গে‌ছেন

অনলাইন ডেলিভারি ম্যান সেজে গাজা পাচার, আটক ১

চাটখিলে এমডির বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ

গাজীপুরে রেল দুর্ঘটনা: ৩১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বরিশালে তুচ্ছ ঘটনায় পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

সৈয়দপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে তালাকের অভিযোগ কোস্টগার্ড সদস্যের বিরুদ্ধে

খাবারে নেশাদ্রব্য মিশিয়ে শিক্ষকের বাসায় চুরি, ৩ জন অসুস্থ

তাপদাহ: দিনাজপুরে নাবি টমেটোর বাম্পার ফলনেও কৃষকের মাথায় হাত

এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২২ জন আহত, হাসপাতালে নেই ভ্যাকসিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :