ভৈরবে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জের ভৈরবে বাজারে জমি সংক্রান্ত জেরে সন্ত্রাসীদের হামলায় ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছে শতাধিক ব্যবসায়ী।
বৃহস্পতিবার পৌর শহরের জামে মসজিদ রোডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভৈরব চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, ব্রাদার্স শপিং কমপ্লেক্সের মালিক তোফাজ্জুল হোসেন, স্বপ্ন সুপার সপের মালিক সুজন আহমেদ, ব্যবসায়ী সেন্টু মিয়াসহ ভৈরব বাজারের শতাধিক ব্যবসায়ী।
নবনির্মিত ব্রার্দাস শপিং কমপ্লেক্সের মালিক জাকির হোসেন বলেন, আমরা ভৈরব বাজারে এই জায়গাটি কয়েক বছর আগে কিনেছি। এতবছর তো আর কেউ জায়গাটির মালিকনা দাবি করেননি। এখন জায়গাটিতে নতুন বহুতল শপিং মার্কেট নির্মাণ করা হচ্ছে। সেজন্যই একদল সন্ত্রাসী বাহিনী জায়গার মালিকানা দাবি করছে। তারা এই জায়গায় কাজ বন্ধের জন্য আদালতে মামলা করলে সেখানে তাদের মামলা বাতিল হয়ে যায়।
ভৈরব চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির বলেন, কারো সাথে যদি জায়গা নিয়ে ঝামেলা থাকে তাহলে তার সাথে ঝামেলা করুক। ভৈরব বাজারে ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে কেন এই ধরণের ন্যাক্কারজন ঘটনা ঘটালো তারা। কোনো ঘটনাকে কেন্দ্র করে যদি এইভাবে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে তাহলে কি ভৈরবে ব্যবসা বাণিজ্য থাকবে।
(ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/ইএইচ)
সংবাদটি শেয়ার করুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সারাদেশ এর সর্বশেষ

ঢাকা-১৯ ও ২০ আসন: নৌকার মাঝি হলেন এনাম, বেনজীর

কিশোরগঞ্জের ৬টি আসনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

সড়কবাতির আলোয় আলোকিত হলো রাজশাহী

পাশের চেয়ে ফেল ৪ গুণ বেশি, সমালোচনার ঝড়

এইচএসসিতে রাজবাড়ীতে শ্রেষ্ঠ বহরপুর কলেজ

কাফনের কাপড় পরে লোহাগাড়ায় যুবদলের বিক্ষোভ

রাজশাহী বিভাগে নৌকার মাঝি হলেন যারা

বগুড়ার ৭টি আসনে নৌকার মাঝি হলেন যারা

বগুড়া-৪ আসনে আ.লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
