কাপ্তাই লেকের পানি বেড়ে যাওয়ায় নানিয়ারচরে তলিয়ে গেছে অর্ধশত পরিবার

নানিয়ারচর (রাঙামারি) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:১০

রাঙামাটিতে কাপ্তাই লেকের পানি বেড়ে যাওয়ায় নানিয়ারচরে তলিয়ে গেছে ৫০টি পরিবার। এতে চরম ভোগান্তিতে পড়েছে ভুক্তভোগীরা।

সরজমিন ঘুরে দেখা যায়, নানিয়ারচর সদরের পুরাতন বাজার এলাকার সড়কটি পানিতে তলিয়ে গেছে। বেশ কয়েকটি বাড়ির ভেতরে পানি ঢুকে পড়েছে। কয়েকটি পরিবারে দেখা গেছে ঘরে পানি ছুঁইছুঁই।

নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক উৎপল দাশ ঢাকা টাইমসকে জানান, গতবছরের ন্যায় এ বছর বেশি বন্যা হওয়াই কাপ্তাই লেকের পানি বেড়ে গিয়ে বাড়িতে পানি ঢুকে পড়েছে৷ রাতে ঠিক মতো ঘুমাতে পারি না। সাপ, পিঁপড়া বা অন্য পোকামাকড় ডুকে যায় বাড়িতে। ফলে প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটছে তাদের।

ভুক্তভোগী মনোয়ারা বেগম জানান, ঘরে পানি উঠে যাওয়ায় রান্না করতে পারছি না। ঘর ছেড়ে রাস্তায় গরু ছাগল পালতে কষ্ট হচ্ছে। ঘর তলিয়ে যাওয়ায় ছোট বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছি। পানি আরো বেড়ে গেলে এখানে থাকা দুষ্কর হয়ে পড়বে বলেও জানিয়েছেন এক গৃহকর্মী।

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মো. এ. টি. এম. আব্দুজ্জাহের জানান, বৃষ্টি না হওযায় এখন তো পানি আর বাড়ছে না। আজকে বিকালে ১০৭.৯০ ওয়াটার লেভেল লক্ষ্য করা গেছে। পানি বেড়ে যাওয়ায় ২০০-২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর চেয়ে পানি আরো বেড়ে গেলে আমরা স্পিলওয়ে খুলে দিয়ে পানির পরিমাণ স্বাভাবিক রাখতে চেষ্টা করব।

(ঢাকা টাইমস/১৭সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :