লঘুচাপে সাগর উত্তাল, নিরাপদ স্থানে ফিরেছে জেলেরা

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৫
অ- অ+
ফাইল ছবি।

গভীর সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে খালি হাতে নিরাপদ আশ্রয়ে উপকূলে ফিরেছে ভোলার চরফ্যাসন উপজেলার জেলেরা। রবিবার উপজেলার সুকনাখালী ঘাটে গিয়ে দেখা যায় এমন চিত্র। তবে উপকূলে ফেরা জেলেদের চোখে মুখে ছিল হতাশার ছাপ।

কেননা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্যে বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপের কারণে বৈরি আবহাওয়া বিরাজ করছে। ফলে তাদের মাছ ছাড়া খালি হাতেই নিরাপদ আশ্রয়ে ফিরতে হয়েছে। এদিকে এবার ইলিশের ভরা মৌসুমেও ইলিশের দেখা পাচ্ছেন না জেলেরা। কিন্তু হঠাৎ সমুদ্র উত্তাল হলে নিরাপদ আশ্রয়ে ফিরে আসেন জেলেরা।

সুখনা খালী ঘাটের আকবর, বিল্লাল ও শাহজাহান মাঝি জানান, জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে মাছ শিকারে যাই আমরা। গত কয়েক বছর ধরে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারিতে সমুদ্রে যেতে পারি নাই। ইলিশের মৌসুমেও সাগরে আশানুরূপ ইলিশ না পেয়ে অধিকাংশ জেলে খালি হাতে ফিরেছে ঘাটে। বছরের বেশিরভাগ সময়ে এভাবে অবরোধ আর আবহাওয়া খারাপ হলে পেশায় টিকে থাকা দায় হয়ে যাবে। লোকসানের মুখে ফিরতে হবে অন্য পেশায়।

ট্রলার মালিক সালাউদ্দিন মেম্বার জানান, বিগত কয়েক বছর ধরে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারির জন্য সাগরে ট্রলার পাঠাতে পারি নাই। এই বছরে সাগরে তেমন ইলিশ ধরা পড়ছেনা। সাগরে ট্রলার পাঠিয়ে প্রতি ট্রিপে পড়তে হচ্ছে লোকসানে। মাঝি-মাল্লাদের বেতন চালাতে হিমশিম খাচ্ছি।

এ বিষয়ে চরফ্যাসন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, সাগর উত্তাল হওয়ার কারণে চরফ্যাসন উপজেলার জেলেরা নিরাপদ স্থানে এসেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে ফের সাগরে যাবে এসব জেলে। তবে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে এবং জেলেদের মুখে হাসি ফুটে উঠবে এমন প্রত্যাশা সবার।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা