আরও এক বছর সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব থাকছেন আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৮| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৭
অ- অ+

আরও এক বছরের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব হলেন কে এম আব্দুস সালাম। এই পদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হয়েছে।

এর আগে রবিবার এক প্রজ্ঞাপনে প্রশাসনের এই কর্মকর্তার অবসর গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়।

সোমবার নতুন প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী কে এম আব্দুস সালামকে তার অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ২৭ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে আগামী এক বছরের জন্য বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

২০২১ সালের জুলাই মাসে সংসদ সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পান আব্দুস সালাম। সেসময় তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছিলেন। কে এম আব্দুস সালামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের লাঙ্গলমারা তেঁতুলিয়া গ্রামে। তিনি ১৯৮৯ সালে অ্যাডমিন ক্যাডারে সদস্য হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।

ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এসএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা