ঢাবির বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংস্কারে এনআরবিসি ব্যাংকের অনুদান

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৪| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২০
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংস্কারে ৬ লাখ টাকার অনুদান প্রদান করেছে এনআরবিসি ব্যাংক। সম্প্রতি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. নাজমুন নাহারের হাতে অনুদানের চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।

এদিকে, ব্রেন টিউমারে আক্রান্ত ঢাকা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের মেধাবী শিক্ষার্থী আল আমিনের চিকিৎসা সহায়তায় ৫ লাখ টাকার অনুদান প্রদান করেছে এনআরবিসি ব্যাংক। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া, কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, এনআরবিসি ব্যাংক শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। এজন্য, শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেছে। এছাড়া, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের চিকিৎসা সহায়তায় এনআরবিসি ব্যাংক সবসময় পাশে থাকে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা