জামালপুরে নেশা জাতীয় ইনজেকশনসহ মাদককারবারি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫০
অ- অ+

জামালপুরের দেওয়ানগঞ্জে লক্ষাধিক টাকার মূল্যের নেশা জাতীয় ইনজেকশনসহ মোরসালিন ইসলাম রুবেল নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্প।

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৪ স্কোয়াড্রন লীডার আশিক উজ্জামান।

মঙ্গলবার বিকালে দেওয়ানগঞ্জ উপজেলার ফুটানী বাজার এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোরসালিন ইসলাম রুবেল ময়মনসিংহের কোতয়ালি থানার গন্ডপা গ্রামের মো. আজিজুল হকের ছেলে।

আশিক উজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল জেলার দেওয়ানগঞ্জ থানাধীন ফুটানী বাজার এলাকায় অভিযান চালিয়ে নেশা জাতীয় ইনজেকশন পাঁচারকালে মো. মোরসালিন ইসলাম রুবেল গ্রেপ্তার করেছে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৯০ পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইনজেকশনের অনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা। আইনানুগ ব্যবস্থা শেষে অভিযুক্তকে দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ১৪ জন আটক
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা