বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বায়ু থেকে অক্সিজেন উৎপাদনকারী জেনারেটর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৬
অ- অ+

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বায়ু থেকে নাইট্রোজেন অপসারণ করে অক্সিজেন উৎপাদনকারী ভ্যাকুয়াম সুইং অ্যাডসর্পশন (ভিএসএ) পদ্ধতি জেনারেটরের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের সামনে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সর্বাধুনিক অক্সিজেন উৎপাদনকারী এ জেনারেটরের উদ্বোধন করেন।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সর্বাধুনিক প্রযুক্তিসমূহ সংযোজন করতে তৎপর রয়েছে। আমি দায়িত্বভার গ্রহণের পর সারাবিশ্বের চিকিৎসাসেবা, স্বাস্থ্য শিক্ষা ও চিকিৎসা গবেষণায় যেসব আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় তা সংযোজন করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। ইতোমধ্যে অনেক প্রযুক্তি সংযোজন করতে সক্ষম হয়েছে। কিছু বাকি আছে। আজ এই অক্সিজেন জেনারেটর উদ্বোধন এরই অংশ বিশেষ। এ অক্সিজেন জেনারেটর চালু করার ফলে রোগীর চাহিদামতো অক্সিজেন অটোমেটিকভাবে সরবরাহ করা যাবে।’

এসময় নার্সিং অনুষদের ডিন অ্যানেসথেশিয়া বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বনিক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ভ্যাকুয়াম সুইং অ্যাডসর্পশন পদ্ধতির অক্সিজেন জেনারেটর প্রতি মিনিটে ৫০০ লিটার অক্সিজেন উৎপাদন করতে সক্ষম। প্রাথমিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সি ব্লক ও কেবিন ব্লকে এ জেনারেটরটি অক্সিজেন সরবরাহ করবে। এ অক্সিজেন উৎপাদনকারী জেনারেটর স্থাপনের ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বাইরের প্রতিষ্ঠানের উপর অক্সিজেন নির্ভরতা কমবে। এ জেনারেটরে শুধুমাত্র বিদ্যুতের খরচ হবে। এ অক্সিজেন জেনারেটরটি বায়ু থেকে নাইট্রোজেন অপসারণ করে ৯০ শতাংশ থেকে ৯৩ শতাংশ ঘনত্বে বিশুদ্ধ অক্সিজেন তৈরি করতে সক্ষম।

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপিএলের ফাইনালে বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে চিটাগং
জাজিরায় মা ও সৎবাবার নির্যাতনে শিশুর মৃত্যু
অভিনেত্রী শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিলো ডিবি 
বগুড়ায় আ.লীগ, জাতীয় পার্টি ও জাসদ অফিস গুঁড়িয়ে দিয়েছে জনতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা