অবশেষে রংপুর রেঞ্জে গেলেন হারুন

পুলিশের বহুল সমালোচিত কর্মকর্তা (সাময়িক বরখাস্ত) হারুন অর রশীদ রংপুর রেঞ্জে গেছেন। বুধবার তিনি রেঞ্জ ডিআইজি অফিসে হাজিরা দিয়েছেন।
রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) পংকজ চন্দ্র রায় ঢাকা টাইমসকে এ তথ্য জানিয়েছে।
গত ১২ সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত হওয়া রমনা জোনের সাবেক এডিসি হারুনকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। আদেশের এক সপ্তাহ পর তিনি সেখানে গেলেন।
৯ সেপ্টেম্বর নারীঘটিত একটি ঘটনায় শাহবাগ থানা হেফাজতে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্মমভাবে প্রহরের ঘটনায় প্রথমে পিএমও উত্তর বিভাগে বদলি করা হয় হারুন অর রশীদকে। পরে তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়। ১২ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে তাকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করে পুলিশ সদরদপ্তর।
বিতর্কিত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন সময় শিক্ষক, আইনজীবী, শিক্ষার্থীসহ অনেককে পেটানোর অভিযোগ আছে। কিন্তু সবসময় পার পেয়ে গেছেন। সবশেষ ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে ফেঁসে যান হারুন। থানায় ছাত্রলীগ নেতাদের পিটিয়ে পরিদর্শক মোস্তফাকে বদলি করা হয়।
রংপুর রেঞ্জের এক ঊধ্বর্তন কর্মকর্তা ঢাকা টাইমসকে বলেন, ‘গতকাল বুধবার অফিসে আসছিলেন। এখান থেকেই বিভিন্ন কাজ করছেন।’
আজ অফিসে এসেছিলেন কিনা জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আজ তার একটা সাক্ষী আছে। সেখানে তিনি গেছেন। তবে সেটা কোথায়, কাগজ না দেখে বলতে পারছি না।’
এদিকে দুই নেতাকে মারধরের ঘটনায় ডিএমপি গঠিত তদন্ত কমিটি আরও তিন দিন সময় পেয়েছে। যা আগামী রবিবার শেষ হচ্ছে। এডিসি হারুন ও সানজিদা আফরিনের ঘটনায় ডিএমপির তিন সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার প্রতিবেদন জমা দেওয়ার শেষদিন ছিল।
এডিসি হারুনকাণ্ডে ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈম ও কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে থানায় ধরে এনে নির্যাতন করেন তৎকালীন এডিসি (সাময়িক বরখাস্ত) হারুন অর রশীদ ও থানা পুলিশের সদস্যরা। মারধরে ছাত্রলীগ নেতা নাঈমের পাঁচটি দাঁত উপড়ে যায়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত হলেও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এসএস/ইএস
সংবাদটি শেয়ার করুন
প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত
প্রশাসন এর সর্বশেষ

সারা দেশে র্যাবের ৪২৬ টহল দল মোতায়েন

৭ম দফার অবরোধ: সারা দেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ দেশজুড়ে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

৭ম দফা অবরোধ: সারা দেশে র্যাবের ৪৩০ টহল দল মোতায়েন

অর্থনৈতিক বিভাগের সচিব হলেন শাহরিয়ার কাদের ছিদ্দিকী

চুক্তিতে আরও ছয় মাস শ্রম মন্ত্রণালয়ের সচিব থাকছেন এহছানে এলাহী

স্ত্রীর নামে অঢেল সম্পদ, অবসরে গেলেন পুলিশের আলোচিত সেই অতিরিক্ত ডিআইজি

যে কারণে ছদ্মবেশে মাঠে নেমেছে র্যাব

হরতালে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
