দর্শনায় তিন পণ্যে সরকারের বেঁধে দেওয়া মূল্য কার্যকর হয়নি ৭ দিনেও

সরকার তিনটি পণ্যের ওপর দাম নির্ধারণ করে দিলেও তার প্রভাব নেই চুয়াডাঙ্গার দর্শনা বাজারে। সাতদিন আগে সরকারের বেঁধে দেওয়া ডিম, আলু ও পেঁয়াজের দাম ভোক্তা পর্যায়ে কার্যকর হয়নি। সপ্তাহ পেরিয়ে গেলেও তদারকি সংস্থা বাজারে নির্ধারিত দাম নিশ্চিত করতে পারছে না।
অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে লাগামহীনভাবে বেড়ে চলছে নিত্যপণ্যের বাজার। অতিমুনাফালোভী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। নানা অজুহাত দেখিয়ে সরকারের নির্দেশনা উপেক্ষা করে বাড়তি দামেই বিক্রি হচ্ছে আলু, ডিম ও পেঁয়াজ।
সংশ্লিষ্টরা বলছেন, সরকার কঠোরভাবে এদের দমন করতে না পারলে ভোক্তারা বিপাকে পড়বে।
শুক্রবার সকালে দর্শনা রেলবাজার, পুরাতন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪৫ থেকে ৪৫০ টাকা, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকা আর ডিম প্রতিপিস বিক্রি হচ্ছে সাড়ে ১২ টাকা দরে।
এ বাজারে নিত্যপণ্য কিনতে আসা আবদুল্লা আল মামুন বলেন, সরকার পণ্যের দাম নির্ধারণ করেন ঠিকই। কিন্তু বাজারে এর কোনো প্রভাব পড়ে না। কারণ বাজার মনিটরিং করা হয় না। যার কারণে ভোক্তাদের অসহায়ের মতো বাড়তি টাকা ব্যয় করতে হচ্ছে।
জানতে চাইলে বাজার তদারকি সংস্থা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা শাখার সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, বাজারে নিত্য পণ্যের দাম কার্যকরে অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে চুয়াডাঙ্গার বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকার নির্ধারিত মূল্য কার্যকর করতে কাজ চলমান আছে। সবচেয়ে বড় বিষয় হলো চুয়াডাঙ্গা এবং মেহেরপুর দুই জেলা আমাকে দেখতে হয় তবুও নিয়মিত বাজার মনিটরিং করি আমরা।
(ঢাকা টাইমস/২২সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

বগুড়ার সাতটি আসনে ২৮ জনের মনোনয়ন বাতিল

নারায়ণগঞ্জ-৩ আসনে ১১ জনের প্রার্থিতা বৈধ, বাতিল ২

ডা. মুরাদ হাসানের মনোনয়ন বৈধ ঘোষণা

নগরকান্দায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নারীর

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্য

গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনাসহ ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, বাতিল ৩

পাবনায় প্রার্থীদের হুমকি দেওয়া ছাত্রলীগ নেতাকে আদালতে তলব

শামীম ওসমানের আসনে ৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল দুই

চারণকবি বিজয় সরকারের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ
