দর্শনায় তিন পণ্যে সরকারের বেঁধে দেওয়া মূল্য কার্যকর হয়নি ৭ দিনেও

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৯| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৫
অ- অ+

সরকার তিনটি পণ্যের ওপর দাম নির্ধারণ করে দিলেও তার প্রভাব নেই চুয়াডাঙ্গার দর্শনা বাজারে। সাতদিন আগে সরকারের বেঁধে দেওয়া ডিম, আলু ও পেঁয়াজের দাম ভোক্তা পর্যায়ে কার্যকর হয়নি। সপ্তাহ পেরিয়ে গেলেও তদারকি সংস্থা বাজারে নির্ধারিত দাম নিশ্চিত করতে পারছে না।

অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে লাগামহীনভাবে বেড়ে চলছে নিত্যপণ্যের বাজার। অতিমুনাফালোভী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। নানা অজুহাত দেখিয়ে সরকারের নির্দেশনা উপেক্ষা করে বাড়তি দামেই বিক্রি হচ্ছে আলু, ডিম ও পেঁয়াজ।

সংশ্লিষ্টরা বলছেন, সরকার কঠোরভাবে এদের দমন করতে না পারলে ভোক্তারা বিপাকে পড়বে।

শুক্রবার সকালে দর্শনা রেলবাজার, পুরাতন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪৫ থেকে ৪৫০ টাকা, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকা আর ডিম প্রতিপিস বিক্রি হচ্ছে সাড়ে ১২ টাকা দরে।

এ বাজারে নিত্যপণ্য কিনতে আসা আবদুল্লা আল মামুন বলেন, সরকার পণ্যের দাম নির্ধারণ করেন ঠিকই। কিন্তু বাজারে এর কোনো প্রভাব পড়ে না। কারণ বাজার মনিটরিং করা হয় না। যার কারণে ভোক্তাদের অসহায়ের মতো বাড়তি টাকা ব্যয় করতে হচ্ছে।

জানতে চাইলে বাজার তদারকি সংস্থা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা শাখার সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, বাজারে নিত্য পণ্যের দাম কার্যকরে অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে চুয়াডাঙ্গার বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকার নির্ধারিত মূল্য কার্যকর করতে কাজ চলমান আছে। সবচেয়ে বড় বিষয় হলো চুয়াডাঙ্গা এবং মেহেরপুর দুই জেলা আমাকে দেখতে হয় তবুও নিয়মিত বাজার মনিটরিং করি আমরা।

(ঢাকা টাইমস/২২সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারাগারে সেলিনা হায়াৎ আইভী, যে মামলায় গ্রেপ্তার
মির্জাপুরে উদ্ধার হওয়া গরু ফিরিয়ে দিতে ৫০ হাজার টাকা চাইলেন এসআই
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর: তাদের বিরুদ্ধে এত অভিযোগ, তবুও বহাল...
পাকিস্তান থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরানো হবে রিশাদ ও নাহিদকে!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা