আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় গেল ৩ হাজার ২২৫ কেজি ইলিশ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৬

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুমতিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় তিন হাজার ২২৫ কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে।

শুক্রবার দুপুরে একটি পিক-আপ ৭০টি কার্টুন ভর্তি ইলিশ মাছ নিয়ে আগরতলায় প্রবেশ করে। এছাড়াও আখাউড়া স্থল বন্দর দিয়ে আগরতলায় আরও ইলিশ যাওয়ার কথা রয়েছে।

মাছের রপ্তানিকারক ঢাকার যাত্রাবাড়ীর মেসার্স রিপা এন্টারপ্রাইজ।

ত্রিপুরার আগরতলার বিমল রায় মাছগুলো আমদানি করেছেন। মাছের সিএন্ডএফ করেছে আখাউড়ার প্রীতম এন্টারপ্রাইজ।

প্রীতম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মনির হোসেন বাবুল বলেন, প্রতি কেজি মাছ ১০ ডলার দরে রপ্তানি করা হয়েছে। রপ্তানিকৃত মাছের মূল্য ৩২ হাজার ২৫০ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ লাখ ৪৪ হাজার টাকা।

এদিকে শুক্রবার বিকালে আরও এক হাজার ৫০০ কেজি মাছ ত্রিপুরায় পাঠানোর কথা রয়েছে। ঢাকার এসএস কর্পোরেশন ত্রিপুরার আগরতলার কৃষ্ণপদ রায়ের কাছে ইলিশ মাছ রপ্তানি করছে।

মাছের সিএন্ডএফকারী প্রতিষ্ঠান এফ.এ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. শাহনেওয়াজ মিয়া শানু বলেন, দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৯টি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন করে ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে। তারই অংশ মেসার্স রিপা এন্টারপ্রাইজ তিন হাজার ২২৫ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করেছে। বিকালে এসএস কর্পোরেশনের আরও এক হাজার ৫০০ টন মাছ আগরতলায় পাঠানো হবে। যাত্রাবাড়ীর রপ্তানিকারক ফিস বাজারও এ বন্দর দিয়ে ইলিশ রপ্তানি করবে।

(ঢাকা টাইমস/২২সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :