বরিশালে রোড মার্চে যাওয়ার পথে হামলায় সাতজন আহত

বিএনপির বরিশাল বিভাগীয় রোড মার্চে যাওয়ার পথে শনিবার সকালে গৌরনদী উপজেলা বিএনপি ও যুবদল নেতাদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে যুব ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলায় আহতরা হলেন- জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি কেএম আনোয়ার হোসেন বাদল, পৌর বিএনপির সদস্য কামাল হোসেন, যুবদল নেতা আজিজুল ইসলাম ও মামুন হোসেন।
সূত্রে জানা গেছে, শনিবার সকালে বরিশাল শহরে বিএনপির রোড মার্চে যাওয়ার পথে গৌরনদী বাসষ্ট্যান্ডে বসে স্থানীয় অর্ধশতাধিক ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে। এ সময় হামলাকারীদের ভয়ে তাদের রক্ষায় কেউ এগিয়ে আসেনি।
খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। অপরদিকে উপজেলার মাহিলাড়া বাসষ্ট্যান্ডে বিএনপি নেতা আব্দুল মালেক আকন ও ডিএসবি বাজারে বিএনপি নেতা মহিউদ্দিন হাওলাদারকে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা।
তবে বিএনপি ও যুবদল নেতাদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের কোন সংশ্লিষ্টতা নেই বলে দাবী করেছেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানিয়েছেন, হামলার ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢাকাটাইমস/২৩ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন