কলাপাড়ায় পাবলিক টয়লেট ও ড্রেনেজ সংস্কার না করায় ব্যবসায়ীদের ভোগান্তি

এস কে রঞ্জন, কলাপাড়া (পটুয়াখালী)
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৮| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:২১
অ- অ+
ময়লা-আবর্জনায় ভরা টয়লেটটি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন অনেকেই।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে পাবলিক টয়লেট ও ড্রেনেজ সংস্কারের অভাবে বাজার ব্যাবসায়ীদের ভোগান্তির শেষ নেই। বাজারের দুই প্রান্তে দুটি পাবলিক টয়লেট থাকলেও দীর্ঘদিন ধরে তার সংষ্কার কাজ বন্ধ রয়েছে। অপরদিকে বাজারের একটি টোল ঘর ও ড্রেন লাইন আটকে ঘর তুলে বসবাস করছে কতিপয় অসাধু ব্যক্তি। ফলে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও পানি নিষ্কাশনের অভাবে অল্প বৃষ্টিতে জমে থাকে পানি। অতিদ্রæত টয়লেট ও ড্রেনেজ ব্যবস্থার সংষ্কার করে বাজারটিকে একটি স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনার জন্য স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের দাবি।

জানা যায়, উপজেলার লালুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বানাতী বাজারটি প্রায় একশ বছরের পুরনো একটি বাজার। পায়রা পোর্ট ও শের-ই-বাংলা নৌঘাঁটি’র মতো দুটি মেঘা প্রজেক্ট এখানে স্থাপন করায় এ বাজারের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। সম্প্রসারণ করা হয়েছে রাস্তাঘাট। কিন্তু দীর্ঘদিন ধরে পাবলিক টয়লেট ও ড্রেনেজ ব্যবস্থার সংষ্কার না হওয়ায় বাজারে এখন অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছে। এতে প্রতিনিয়ত সবাই স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে বলে মনে করছেন স্থানীয় একাধিক ব্যবসায়ী।

বাজারের মিল ব্যবসায়ী হেমায়েত উদ্দিন হিরন মৃধা বলেন, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছি। এখানে দুটি টয়লেট রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এখন তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

বাজারের এক ব্যবসায়ী জানান, কয়েকজন লোক বাজারের টোল ঘর ও ড্রেনের লাইন বন্ধ করে বিল্ডিং ঘর তুলে তা দখল নিয়েছে। এতে ড্রেনগুলো আটকে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। ফলে, এখন অল্পবৃষ্টি হলেই তলিয়ে যাচ্ছে বাজারটি।

পশরবুনিয়া থেকে আসা এক মহিলা ক্রেতা জানান, বাজারে দুটি পাবলিক টয়লেট আছে কিন্তু তা খুবই খারাপ অবস্থায় রয়েছে। এ টয়লেটগুলো ব্যবহার করলে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে। এগুলো দেখার কি কেউ নেই।

বানাতী বাজার কমিটি’র সভাপতি মো. রুবেল হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে সংষ্কারের অভাবে বাজারের টয়লেট দু’টি এখন ব্যবহারের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার সংষ্কারও এখন জরুরি হয়ে পড়েছে। এগুলো সংষ্কারে বিষয়ে তিনি যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।

লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, টয়লেট দুটি আসলেই খুব নাজেহাল অবস্থায় রয়েছে। ইউনিয়ন পরিষদের আগামী বরাদ্দ থেকে টয়লেট দুটি সংষ্কার করার ব্যবস্থা করার চেষ্টা করবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গির হোসেন বলেন, বাজারের উন্নয়ন ও জনসাধারণের স্বার্থে পাবলিক টয়লেট ও ড্রেনেজ ব্যবস্থার সংষ্কার করা জরুরি। তবে, এবিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। (ঢাকা টাইমস/২৪সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা