বিয়েতে না আসায় কটাক্ষ! ছোট বোন পরিণীতিকে যে বার্তা দিলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৭

কাজের কমিটমেন্টের কারণেই আপন চাচাতো বোন অভিনেত্রী পরিণীতি চোপড়ার বিয়েতে হাজির হতে পারেননি বলিউডের ‘দেশি গার্ল’ খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া। সোমবার বিমানবন্দরে এ কথা নিজ মুখেই স্বীকার করেছেন নায়িকার মা মধু চোপড়া।

অন্যদিকে প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম স্টোরিতে চোখ রাখলেই দেখা যায়, বাড়িতে মেয়ে মালতী ম্যারির সঙ্গে অবসর কাটাচ্ছেন নায়িকা। তাহলে কেন এলেন না বোনের বিয়েতে? তা নিয়ে তুমুল কটাক্ষের মুখে পড়েন প্রিয়াঙ্কা।

এই রবিবার রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে উদয়পুরে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি। কিন্তু সেই বিয়েতে আসেননি পরিণীতির তারকা বোন প্রিয়াঙ্কা। উল্টো বাড়িতে ছিলেন ছুটির মেজাজে। তা নিয়ে হয় কটাক্ষ। সেসবে কান না দিয়ে এবার পরিণীতি ও তার স্বামীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন প্রিয়াঙ্কা।

ছোট বোন ও তার স্বামীর বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘পারফেক্ট ছবি। নবদম্পতিকে তাদের বিশেষ দিনে অনেক ভালোবাসা পাঠালাম। চোপড়া পরিবারে রাঘব তোমাকে স্বাগত। আশা করি আমাদের সঙ্গে পাগলামিতে ডুব দিতে তুমি রাজি।’

ছোট বোন পরিণীতির উদ্দেশ্যে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘তিশা, তুমি সবচেয়ে সুন্দর কনে। সারাজীবন তোমরা আনন্দে থাকো, ভালোবাসা ও আশীর্বাদ পাঠালাম। একে অপরের খেয়াল রেখো আর এই ভালোবাসা অটুট রেখো।’

২৩ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার ছিল পরিণীতি ও রাঘবের হলদি ও সংগীত অনুষ্ঠান। রবিবার হয় বিয়ে। সম্প্রতি ভাইরাল হয় বিয়ের কার্ড। সেখানে লেখা ছিল, পার্ল হোয়াইট ওয়েডিং। বিয়ের সাজসজ্জার যে ছবি প্রকাশ হয়েছে, সবই ছিল সাদা। বরপক্ষকেও দেখা যায় সাদা পোশাকে।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :