‘তেজগাঁওয়ে এলোপাতাড়ি গুলির ঘটনার ফুটেজ প্রচার হওয়ায় অপরাধীরা আত্মগোপনে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৫ | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩২

রাজধানীর তেজগাঁওয়ে এক শীর্ষ সন্ত্রাসীকে ‘টার্গেট’ করে এলোপাতাড়ি গুলির ঘটনার সিসিটিভি ফুটেজ প্রচার হওয়ায় অপরাধীরা আত্মগোপনে চলে গেছে। তবে যে বা যারা এ ঘটনায় জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার বিষয়ে আশাবাদী পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আজিমুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। সম্প্রতি আলোচিত এই মামলায় আসামিদের গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি নিয়ে মঙ্গলবার বিকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ডিএমপির এ উপ-পুলিশ কমিশনার।

জানা গেছে, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় শীর্ষ সন্ত্রাসী ইমন তার প্রতিপক্ষ আরেক শীর্ষ সন্ত্রাসী মামুনকে খুনের পরিকল্পনা করেন। দীর্ঘ ২০ বছর কারাগারে থাকার পর বের হওয়া শীর্ষ সন্ত্রাসী মামুনকে গত ১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও দিয়ে যাবার সময় সন্ত্রাসীরা তাকে উদ্দেশ্য করে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

দুর্বৃত্তদের ছোঁড়া এলোপাতাড়ি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ভুবন চন্দ্র শীল ও মো. আরিফুল নামে দুই পথচারী আহত হন। তাদের মধ্যে সোমবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইনি পরামর্শক ভুবন চন্দ্র মারা যান।

আলোচিত এই ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত পুলিশ কোনো অগ্রগতি করতে পারেনি। এ নিয়ে সাংবাদিকের প্রশ্ন ছিলো তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কাছে।

আজিমুল হক বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অত্যন্ত লোমহর্ষক এই ঘটনার পর পুলিশ প্রথম থেকে কাজ করছিল। অগ্রগতিও ছিল। তবে ঘটনার সময়ের একটা সিসিটিভি ফুটেজ মিডিয়ায় প্রচার হওয়ার অপরাধীরা অ্যালার্ট (সচেতন) হয়ে গেছে।’

‘তবে ইতোমধ্যে আমরা একজনকে ধরতে সক্ষম হয়েছি। তার নাম বলছি না। আমরা সতর্কতার সঙ্গে দায়িত্বশীলতার পরিচয় দিই। আশা করছি আমরা এই অপরাধে জড়িত সবাইকে ধরতে পারব।’

পুলিশ বলছে, গণমাধ্যমে ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ প্রচার হওয়ায় অভিযুক্তরা পালিয়ে আত্মগোপনে গেছে। অপর একটি সূত্র জানিয়েছে, ঘটনার পরপর অভিযুক্তরা দেশ ছেড়ে পাশ্ববর্তী দেশে চলে গেছে। তাই তাদেরকে আটক কিংবা শনাক্ত করা যাচ্ছে না।

গত রবিবার রাতের ওই ঘটনার পর ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেছিলেন, তেজগাঁও বিজি প্রেস এলাকায় গোলাগুলির ঘটনায় দুই পথচারী আহত হয়েছেন। এছাড়া শীর্ষ সন্ত্রাসী মামুনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। মামুন সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি। মগবাজারের পিয়াসা বার থেকে ফেরার পথে তার মাইক্রোবাসে হামলা হয়। মামুন ২০ বছর জেল খেটে বের হয়েছে।

ডিবিপ্রধান জানান, সন্ত্রাসী ইমন জেলে মামুনকে হুমকি দিয়েছিল। সন্ত্রাসী ইমনের লোকজন মামুনের ওপর হামলা করছে বলে ধারণা করছি। এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বিস্তারিত তদন্ত করছে বলেও জানিয়েছিলেন তিনি।

ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এসএস/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

নারী সহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, ফেঁসে গেলেন এসপি মোক্তার

জাবি ছাত্রী হেনস্তাকারী সেই বাস হেল্পার আটক

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ‘প্রধান অস্ত্র সরবরাহকারী’ গ্রেপ্তার

সাবেক এমপি পাপুলের শ্যালিকা জেসমিনের নামে দুদকের মামলা

পরিবহনে চাঁদাবাজি-ছিনতাই, গ্রেপ্তার ১১

নকল বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি: ১১ প্রতিষ্ঠানকে ৪৮ লাখ টাকা জরিমানা

উখিয়ায় আরসার আস্তানা থেকে বিপুল অস্ত্র গ্রেনেড ও রকেট শেল উদ্ধার, গ্রেপ্তার ২

৪ কোটি টাকা দুর্নীতি, এলজিইডির সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

জঙ্গি সংগঠনে জনবল দিতেন ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা, ডিবির হাতে ধরা

এই বিভাগের সব খবর

শিরোনাম :