দুদকের তিন মামলায় ভূমি অধিগ্রহণ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড

ফরিদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত পৃথক তিনটি মামলায় মোহাম্মদ শাহরিয়ার মতিন নামের এক ভূমি অধিগ্রহণ কর্মকর্তাকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ কোটি ৬৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ফরিদপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় দেন।
শাহরিয়ার মতিন গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে থাকাকালীন সময়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করে দুদক। সে মামলায় মঙ্গলবার কারাদণ্ড দেন আদালত।
বর্তমান সে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব (সাময়িক বরখাস্তকৃত)। তার গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার দেওগাঁও গ্রামে। সে ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে।
রায়ের সত্যতা নিশ্চিত করে দুদক সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, দুদকের দায়েরকৃত পৃথক তিনটি মামলায় আদালত ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন শাহরিয়ার মতিনকে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশি পাহারায় তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
(ঢাকাটাইমস/২৬ সেপ্টেম্বর/ইএইচ)
সংবাদটি শেয়ার করুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সারাদেশ এর সর্বশেষ

নোয়াখালীর ৬টি আসনে স্বামী-স্ত্রীসহ ৫৫ জনের মনোনয়ন জমা

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণশিক্ষা প্রতিমন্ত্রী ও তার ছেলে

রংপুরে ৬টি আসনে ৪৯ জনের মনোনয়ন দাখিল

কুষ্টিয়ায় গাছে ঝুলছিল যুবকের মরদেহ

নওগাঁ-১: আওয়ামী লীগের মনোনয়ন জমা দিলেন খাদ্যমন্ত্রী

নড়াইল-১ ও ২ আসন: মনোনয়নপত্র জমা দিলেন ১৬ জন

নেত্রকোণায় পৃথক মামলায় ৩ জনের যাবজ্জীবন

গাজীপুর-৫: বর্তমান এমপির সাথে লড়বেন সাবেক এমপি

কুয়াকাটায় নানা অব্যবস্থাপনা, ভোগান্তিতে দর্শনার্থীরা
