গজারিয়ায় জলাবদ্ধতায় স্কুলবিমুখ কোমলমতি শিক্ষার্থীরা

আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ)
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৮

অঙ্কুরে বিনষ্ট হওয়ার আশঙ্কা মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার প্রাথমিকের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবন। এই বিদ্যালয়ে যাতায়াতের সড়কে জলাবদ্ধতার কারণে স্কুলবিমুখ হয়ে পড়ছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা।

তারা আরও জানায়, টেংগারচর ইউনিয়নের আওতাধীন টেংগারচর গ্রামের খাড়াকান্দি ৬১নং সরকারি প্রথমিক বিদ্যালয়ের মূল ফটক হতে মালেক খার বাড়ি পর্যন্ত প্রায় ৪০০ ফিট রাস্তায় হাটু সমান পানি। আর এ জলাবদ্ধতার কারণে ছোট ছোট শিশু বাচ্চারা বিদ্যালয়ে আসতে পারছে না বিগত অনেক দিন ধরে। বিদ্যালয় থেকে স্থানীয় জনপ্রতিনিধিকে বলেও সমস্যার কোনো সমাধান পায়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম বলেন, আমাদের স্কুলে নতুন ভবন হয়েছে। চারিদিকে বাউন্ডারি হয়েছে, আগে শিক্ষক সংকট ছিল, এখন নতুন শিক্ষক পেয়েছি। সব মিলিয়ে স্কুলের শিক্ষার্থীদের শিক্ষার মান দিন দিন অনেক উন্নতি হচ্ছে। আমাদের খেলার কোনো মাঠ না থাকা সত্যেও আমরা ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে পুরস্কার লাভ করছি। আমাদের যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে অনেক বাচ্চা অন্য স্কুলে চলে যায়। আমাদের স্কুলের সামনের অংশ এবং গেটের বাহিরে যে রাস্তাটা আছে নিচু হওয়ার কারণে সামান্য বৃষ্টি হলে ডুবে যায়। রাস্তাটা উচু করে দিলে শিক্ষার্থীদের আসা যাওয়ায় আর সমস্যা হবে না। মালেক খানের বাড়ির সীমানা হতে স্কুলের সীমানা পর্যন্ত ৪০০ ফিট রাস্তাটা করে দিলে এই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বাড়বে বলে বিশ্বাস করি। এমতাবস্থায় জনপ্রতিনিধি, সমাজসেবক, এবং সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সদয় দৃষ্টি কামনা করে এ সমস্যার দ্রুত সমাধান আশা করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম ফরাজি বলেন, টেংগারচর ৬১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষারর্থীদের জলাবদ্ধতার কারণে যাতায়াতের এরকম দুর্ভোগ, অসুবিধা হচ্ছে আমাকে এ বিষয়ে কেউ কিছু জানায়নি। সাংবাদিকদের ফোন কলের মাধ্যমে অবগত হয়েছি। স্থানীয় ৩নং ওয়ার্ডের মেম্বার আরমান শিকদারও এ বিষয়ে আমাকে কিছু জানায়নি। এখন জানতে পাডরলাম। আমি বিদ্যালটির রাস্তাসহ বিদ্যালয়টি পর্যবেক্ষণে যাব। আর সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিবো।

(ঢাকা টাইমস/২৮সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :