‘প্রবাসীরা টাকার মেশিন’ নিয়ে মিশুর ফেরা

বিনোদন ডেস্ক
| আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৪ | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৯

শাহীন মিউজিক ব্যানারে ইউটিউবে প্রকাশ হলো বাস্তবধর্মী গান ‘প্রবাসীরা টাকার মেশিন’ গানের মিউজিক ভিডিও। গানটিতে কণ্ঠ দিয়েছেন মামুন খান মিশু। কথা লিখেছেন শাহীন এবং এইচএম আমিন, সুর করেছেন শাহীন। গানটির সংগীতায়োজন করেছেন সম্রাট আহমেদ। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন এ সময়ের ব্যস্ত মডেল প্রীতম খান ও তাজ সুরভী।

গানটি প্রসঙ্গে শিল্পী মামুন খান মিশু বলেন, বেশ কিছুদিন বিরতির পর প্রবাসীদের দৈনন্দিন জীবনের কথা নিয়ে তৈরি গানটি গাইলাম। প্রবাসীদের জীবন কতটা কষ্টের গানটি তৈরিতে আরো অনেকটা উপলব্ধি করলাম। গানের ভিডিওটি দেখলে সবার মন ছুঁয়ে যাবে। আশাকরি সবার ভাল লাগবে। মিশু আরো বলেন, আসলে গত ৮-১০ বছর ধরে গানের সঙ্গে আছি। কখনো নিজের লেখা, সুরে গান করেছি আবার স্বনামধন্য গীতিকার, সুরকারদের সঙ্গেও কাজ করা হয়েছে। এখন থেকে চেষ্টা করছি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে এমন গানই ধারাবাহিকভাবে করব। গানের মিউজিক ভিডিও ডোপ, এডিট করেছেন- এসকে সজল।

মামুন খান মিশুর ২০১৭ সালে জি-সিরিজে ব্যানারে নিজের লেখা, সুরে প্রকাশিত হয় প্রথম একক অ্যালবাম ‘বাহানা’। এরপর মিশুর উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে জনপ্রিয় গীতিকার সোহাগ ওয়াজিউল্লাহর কথায় ‘কিছু কথা’ ‘ছেলে খেলা’ বিশ্বকাপ ক্রিকেট নিয়ে সাড়া জাগানো গান ‘হবেই বাংলার জয়’।

এছাড়াও গত বছর মিশুর নিজের লেখা সুরে ও এ সময়ের জনপ্রিয় ‘চলো নিরালায়’ খ্যাত ‘অয়ন চাকলাদারের’ মিউজিক কম্পোজিশনে গেয়েছিলেন ‘অগোছালো প্রেম’। -বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :