‘প্রবাসীরা টাকার মেশিন’ নিয়ে মিশুর ফেরা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৯| আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৪
অ- অ+

শাহীন মিউজিক ব্যানারে ইউটিউবে প্রকাশ হলো বাস্তবধর্মী গান ‘প্রবাসীরা টাকার মেশিন’ গানের মিউজিক ভিডিও। গানটিতে কণ্ঠ দিয়েছেন মামুন খান মিশু। কথা লিখেছেন শাহীন এবং এইচএম আমিন, সুর করেছেন শাহীন। গানটির সংগীতায়োজন করেছেন সম্রাট আহমেদ। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন এ সময়ের ব্যস্ত মডেল প্রীতম খান ও তাজ সুরভী।

গানটি প্রসঙ্গে শিল্পী মামুন খান মিশু বলেন, বেশ কিছুদিন বিরতির পর প্রবাসীদের দৈনন্দিন জীবনের কথা নিয়ে তৈরি গানটি গাইলাম। প্রবাসীদের জীবন কতটা কষ্টের গানটি তৈরিতে আরো অনেকটা উপলব্ধি করলাম। গানের ভিডিওটি দেখলে সবার মন ছুঁয়ে যাবে। আশাকরি সবার ভাল লাগবে। মিশু আরো বলেন, আসলে গত ৮-১০ বছর ধরে গানের সঙ্গে আছি। কখনো নিজের লেখা, সুরে গান করেছি আবার স্বনামধন্য গীতিকার, সুরকারদের সঙ্গেও কাজ করা হয়েছে। এখন থেকে চেষ্টা করছি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে এমন গানই ধারাবাহিকভাবে করব। গানের মিউজিক ভিডিও ডোপ, এডিট করেছেন- এসকে সজল।

মামুন খান মিশুর ২০১৭ সালে জি-সিরিজে ব্যানারে নিজের লেখা, সুরে প্রকাশিত হয় প্রথম একক অ্যালবাম ‘বাহানা’। এরপর মিশুর উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে জনপ্রিয় গীতিকার সোহাগ ওয়াজিউল্লাহর কথায় ‘কিছু কথা’ ‘ছেলে খেলা’ বিশ্বকাপ ক্রিকেট নিয়ে সাড়া জাগানো গান ‘হবেই বাংলার জয়’।

এছাড়াও গত বছর মিশুর নিজের লেখা সুরে ও এ সময়ের জনপ্রিয় ‘চলো নিরালায়’ খ্যাত ‘অয়ন চাকলাদারের’ মিউজিক কম্পোজিশনে গেয়েছিলেন ‘অগোছালো প্রেম’। -বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমান বিধ্বস্তের ঘটনায় মোদিকে প্রধান উপদেষ্টার শোকবার্তা
মে মাসে ৫৯৭ সড়ক দুর্ঘটনায় ৬১৪ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি
সিরাজগঞ্জে স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা 
বিমানটি আছড়ে পড়ে মেডিকেল কলেজের হোস্টেলে, ৫ শিক্ষার্থী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা