শুভ জন্মদিন হাসু আপা

অধ্যাপক ফরিদ আহমেদ
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪২

তিনি দুই রাকাত তাহাজ্জতের নামাজ পড়ে দেশ বাসীর জন্য দোআ করলেন। নিজের জন্য কেবল দেশ বাসির খেদমতের করবার শক্তি ও মেধা চাইলেন। কে হতে পারেন এই মানুষটি ? তিনি কি বিদেশে নিজের জন্য লোক পাঠান স্বর্ণ হীরা মানিক খুঁজতে যেগুলোকে নিজের সিন্ধুকে লুকিয়ে রাখবেন? নাকি আল্লাহ দরবারে তিনি হাত তোলেন জনগণের জন্য। আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আমি যেন বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি সোনার বাংলা গড়ার মধ্য দিয়ে। তিনি মানুষকে ভালোবাসেন মানুষের সম্পদ লুন্ঠনের জন্য নয়। তিনি ক্ষমতা চান মানুষের কষ্টকে মুছে দিতে , আনন্দে জীবনটা ভরিয়ে দিতে , সকলের মুখে হাসি ও শান্তির ছাপ দেখে খুশি হন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। নিজের জীবন বিলিয়েই যার আনন্দ। তিনি বুকে এক পাথরসম কষ্ট চেপে রেখে একটি হাসি সারাক্ষণ মুখে ধারণ করেন। শিশুরা নির্ভয়ে যার কোলে উঠে তাকিয়ে থাকে তিনি আদর করতে জানেন একজন মা।এই মানুষটি কে জানেন? আপনি চিনেন এই মানুষটিকে? তিনি আর কেউ নন বাংলার আপা-আমাদের হাসু আপা।

হাসু আপা ২ বছর দুপুরে ভাত খাননি সৈনিকদের কথা মনে রেখে।যেদিন তিনি সকল সৈনিকের জন্য দুপর বেলা ২ মুঠো ভাতের ব্যাবস্থা করতে সমর্থ হয়েছেন সেদিন থেকে তিনি আবার দুপুরে ভাত খেতে শুরু করেছেন। এই অকৃত্ৰিম ভালোবাসা কে দিতে পেরেছেন ?

কোথায় গেলে পাবেন ৩০ প্রকারের ঔষধ নিয়ে বসে আছে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী ? করোনার মহামারীতে প্রণদোনা দিয়ে আপনার ব্যবসাকে সচল রেখেছেন ? কে ১৮ কোটি মানুষের জন্য ভ্যাকসিন জোগাড় করেছেন ? শিশুদেরকে তিনি প্রতিবছর নতুন বই তুলে দেন। নতুন জামা , ব্যাগ এবং খাবার কেনার টাকা মোবাইলে পাঠিয়ে দিচ্ছেন কোন প্ৰধানমন্ত্ৰী? বয়স্ক বা বিধবা ভাতা যারা পাচ্ছেন তারা দুই হাত তুলে দোয়া করেন যে প্রধানমন্ত্রীর তিনি আমাদের আপা।

একটি পক্ষ এসব দেখতে পায় না। তারা দেখতে পায়না পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলার গৌরব -অর্থনৈতিক মুক্তির প্রতীক পদ্মা সেতু। বিশ্ব ব্যাংক কোন প্রধানমন্ত্রীর কাছে মাথা নিচু করেছে তাদের আপ রাজনীতির জন্য ?

গৃহহীনদের এক খন্ড জমি একটি ঘর তুলে দিয়েছেন আমাদের আপা। সেই ঘর পেয়ে সেলফি তুলেছেন লক্ষ পরিবার।মেট্রো রেল , এক্সপ্রেস ওয়ে , কর্ণফুলী টানেল , ঢাকা থেকে ভাঙা রেল লাইন , রূপসা রেল ব্রিজ , কক্সবাজার মেরিন ড্রাইভ , রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেদ্র , বঙ্গ বন্ধু স্যাটেলাইট এসবই তার অবদান। শুভ জন্মদিন হাসু আপা। হাসু আপার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ , শান্তির বাংলাদেশ। তিনি নিজেকে নিয়ে ভাবেন না , তিনি দেশবাসীকে নিয়ে ভাবেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশ যেতে অনুমতি দেয়া যায় কিনা , তিনি ভালো আছেন কিনা সেটাও ভাবেন। তিনি গণতন্ত্র ও মানবাধিকারের কথা ভাবেন। তিনি প্রতিবেশী রাষ্ট্রর কথা ভাবেন। আল্লাহ তার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন যেন পূরণ করেন।

বাংলা আকাশ মুক্ত রাখতে তিনি মিগ্ কিনেছেন , নিজেদের বিমানে ভ্রমণের জন্য বোয়িং কিনেছেন , সমুদ্র সম্পদ রক্ষার জন্য সাবমেরিন কিনছেন , সেই মহান নেত্রীর জয় হোক আমাদের সকলের কামনা। শ্রদ্ধা ও ভালোবাসার রঙে আমরা যেন ভুলিয়ে দিতে পারি তার সকল বেদনা - সেই মোনাজাত করি আমরা সকলে মসজিদে, মন্দিরে উপাসনালয়ে হোক বন্দনা। ধ্বনিত হোক রাজপথে জয় বাংলা জয় শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন

মতামত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :