সাভারে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

সরকার পতনের এক দফা দাবিতে সাভারের আমিনবাজারে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সমাবেশ শেষে ফেরার পথে হামলার অভিযোগে বিএনপির ৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
এদিকে এ মামলায় অভিযুক্ত ৪ জনকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আক্তার হোসেন কবিরাজ, উয়ালিউল্লাহ ওয়ালিদ, মো. সজিব হোসেন ও ওসমানী গণি।
এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা ঢাকা টাইমসকে বলেন, বৃহস্পতিবারের ঘটনায় বিষ্ফোরক আইনে দায়ের করা মামলায় ইতোমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ঢাকা টাইমসকে বলেন, সম্মেলন শেষে আমি ঢাকা চলে যাই তাহলে সেই ঘটনায় আমি কিভাবে জড়িত হলাম। আর আমি একজন ওপেন হার্ট সার্জারীর রোগী আমি কিভাবে ভাঙচুর করবো আমি তো নিজেই ঠিকমতো চলতে পারিনা। এসব মামলা কেবল আমাদের হয়রানির জন্যেই দায়ের করা হয়।
ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার মাইনুল হাসান খান বিল্টু ঢাকা টাইমসকে বলেন, এ ঘটনার সাথে আমি কিংবা আমার দলের নেতাকর্মীর নূন্যতম কোন সংশ্লিষ্টতা নাই। ঘটনার দিন আমরা সমাবেশ শেষ করে যে যার বাড়িতে ফিরে আসি। সেখানে এ ধরনের কোন ঘটনাই ঘটেনি, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে হয়রানি মূলক এই ধরনের মামলা-হামলার অভিযোগ আনা হচ্ছে।
(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন