ফের সন্তান আসছে বিরাট-আনুশকার সংসারে

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৩, ১২:৫৬
অ- অ+

ভারতের তারকা দম্পতি অভিনেত্রী-প্রযোজক আনুশকা শর্মা ও ক্রিকেটা আইকন বিরাট কোহলির মেয়ে ভামিকার বয়স সবে আড়াই বছর। আগামী জানুয়ারিতে তিন বছরে পা রাখবে সে। তার আগেই খবর, দ্বিতীয় সন্তানের অভিভাবক হতে চলেছেন বিরাট-আনুশকা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের দাবি, তাদের হাতে নাকি এমনই এক্সক্লুসিভ খবর এসেছে। তারা বলছে, শিগগিরই বিরাট-আনুশকার ঘরে আসছে নতুন অতিথি! তা নিয়ে হইচই কাণ্ড!

সংবাদমাধ্যমটি এও বলছে, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করবেন শাহরুখ খানের ‘রব নে বানাদি জোড়ি’ সিনেমার নায়িকা আনুশকা শর্মা। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবর, এই মুহূর্তে প্রেগন্যান্সির দ্বিতীয় পর্যায়ে রয়েছেন তিনি।

প্রেগন্যান্সি নিয়ে এবারও নাকি গোপনীয়তা বজায় রাখতে চান বিরাট-আনুশকা। সম্প্রতি নিজেদের বাড়িতে গণেশ পূজায় ঢিলেঢালা চুড়িদার এবং শাড়িতে দেখা যায় অভিনেত্রীকে। ক্যামেরার থেকে প্রেগন্যান্সি আড়াল রাখতেই পোশাক নির্বাচনে বাড়তি সর্তকতা তার।

তারকা জুটির ঘনিষ্ঠ সূত্র মারফত জানানো হয়েছে, ‘আনুশকা দ্বিতীয়বার মা হতে চলেছেন। আগেরবারের মতো এবারও তারা দেরিতে এই সুখবর সবাইকে জানাবেন। এখনই কাউকে কিছু জানাতে চান না।

সম্প্রতি নাকি এক স্ত্রীরোগ বিশেষজ্ঞের ক্লিনিকের বাইরে ফ্রেমবন্দি হন আনুশকা। তবে সেই ছবি পাপারাৎজিদের প্রকাশ্যে না আনার অনুরোধ করেছেন অভিনেত্রী। কিন্তু সুখবর চাপা রইল না!

প্রায় পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৭ সালে ইতালিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিরাট-আনুশকা। সেই রূপকথার বিয়ে দেখে অবাক হয়েছিল গোটা বিশ্ব। ২০২১ সালের জানুয়ারি মাসে পৃথিবীতে আসে তাদের প্রথম সন্তান মেয়ে ভামিকা।

(ঢাকাটাইমস/০১অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু
নির্বাচনি প্রতীক: নৌকা বাদ ও শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপি’র
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা