বদলে যাচ্ছে ফায়ার সার্ভিস: যুক্ত হয়েছে রিমোট কন্ট্রোল গাড়ি-ড্রোন, কেনা হবে সাড়ে তিন শ অ্যাম্বুলেন্স

ফায়ার সার্ভিসকে আধুনিক ও যুগোপযোগী করতে ৩৫৭টি নতুন অ্যাম্বুলেন্স কেনার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তাছাড়া যেকোনো দুর্ঘটনায় অপারেশনাল কার্যক্রম সঠিকভাবে পরিচালনায় যুক্ত হয়েছে রিমোট-কন্ট্রোল গাড়ি ও ড্রোন। এতে ফায়ার সার্ভিসের সেবার সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
তাছাড়া ফায়ার সার্ভিসের সক্ষমতা আরও বাড়াতে ৩০ হাজার জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। আর আজীবন রেশন সুবিধা পেতে যাচ্ছেন ফায়ার ফাইটাররা।
মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন ঢাকা টাইমসকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসকে আধুনিকায়নে কুইক রেসপন্স টিম হিসেবে আরও ৩৫৭টি নতুন অ্যাম্বুলেন্স কেনার প্রকল্প নেয়া হয়েছে। বর্তমানে ১৯২টি অ্যাম্বুলেন্স দিয়ে সেবা কার্যক্রম চালু চলছে।’
সংস্থাটি বলছে, নিরাপদ দেশ গড়তে ও নাগরিক সুরক্ষা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের কর্মীরা ২৪ ঘণ্টা প্রস্তুত আছেন। সরকারের নানামুখী উদ্যোগ ও তা বাস্তবায়নের ফলে ফায়ার সার্ভিস বিপদগ্রস্ত মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আধুনিক সরঞ্জাম কেনা, জনবল বৃদ্ধি, উন্নত প্রশিক্ষণ ও দেশের প্রতিটি উপজেলায় ন্যূনতম একটি করে ‘ফায়ার স্টেশন’ নির্মাণের উদ্যোগে বাড়ছে সেবার সক্ষমতা। আজীবন রেশনসহ নানান সুবিধা পাওয়ায় কর্মীরা উদ্যমী এবং সেবা প্রদানে আরও কর্মঠ হয়ে উঠেছেন। অধিদপ্তরের মহাপরিচালক জেনারেল মাইন উদ্দিনের দক্ষ নেতৃত্বে এগিয়ে চলছে ফায়ার সার্ভিস। তার একনিষ্ঠ প্রচেষ্টায় জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৩’ পেয়েছে সংস্থাটি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন দেশে ফায়ার স্টেশনের সংখ্যা ছিল ২০৪টি। জনবল ছিল ৬ হাজার ১৭৫ জন। বর্তমানে জনবল ১৪ হাজার ৪৬৮ জন আর চালু থাকা স্টেশনের সংখ্যা ৪৯৫টি। শিগগিরই আরও ৪০টি ফায়ার স্টেশন চালু হবে।
এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম বন্দর ও শিল্প নগরী এলাকা, রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় ১১টি আধুনিক ফায়ার সার্ভিস স্টেশনের কাজ চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের গ্যাপ এরিয়া ও দুর্গম এলাকা চিহ্নিত করে ফায়ার স্টেশন নির্মাণের বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এতে আগামীতে সারাদেশে ফায়ার স্টেশনের সংখ্যা হবে ৭৩৫টি।
সূত্র বলছে, ফায়ার স্টেশনের সক্ষমতা বৃদ্ধি করতে ২২টি সদর ফায়ার স্টেশনকে ‘বি’ শ্রেণি থেকে ‘এ’ শ্রেণিতে উন্নীত করা হয়েছে। আধুনিক ফায়ার স্টেশনের জনবল ৫৬ জন এবং স্থল-কাম নদী ফায়ার স্টেশনের জনবল হবে ৪১ জন নির্ধারণ করা হচ্ছে। এক একর জমির ওপর স্টেশন নির্মাণের পাশাপাশি ভবনগুলো ভিত্তিসহ পাঁচতলা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে অধিদপ্তর।
ফায়ার সার্ভিসের ডিজি ঢাকা টাইমসকে বলেন, ‘বর্তমান সরকার মুন্সীগঞ্জে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি’ স্থাপন করছে। যেখানে বিশ্বমানের অগ্নিনির্বাপণ, উদ্ধারকাজের প্রশিক্ষণ সুবিধা থাকছে। এতে অগ্নি নির্বাপণ ঝুঁকি কমে আসবে।’
নতুন আরও অ্যাম্বুলেন্স কেনা হচ্ছে জানিয়ে মাইন উদ্দিন বলেন, ‘ফায়ার সার্ভিসের জন্য আরও ৩৫৭টি নতুন অ্যাম্বুলেন্স কেনার প্রকল্প নেয়া হয়েছে। বর্তমানে ১৯২টি অ্যাম্বুলেন্স দিয়ে সেবা কার্যক্রম চলছে। সেবা সহজ করতে হটলাইন চালু করা হয়েছে। যার নম্বর ‘১৬১৬৩’। তাছাড়া ‘ওয়ান স্টপ সার্ভিস’, অনলাইনে লাইসেন্স ইস্যু-নবায়নসহ বিভিন্ন সেবা সহজ করা হয়েছে।’
ফায়ার সার্ভিসের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সেবার মান উন্নত হচ্ছে বলে জানিয়েছেন মাইন উদ্দিন। তিনি বলেন, ‘কর্মীদের নানান সুবিধা বাড়ছে। বিশেষ করে আজীবন রেশন সুবিধা পাবেন তারা। তাছাড়া ফায়ার সার্ভিসের সেবার কাজেও স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। প্রশিক্ষণসহ বিভিন্ন সেবা নেয়ার জন্য অনলাইনে আবেদন করার সুযোগ সৃষ্টি করা হয়েছে।’
‘বিভিন্ন দুর্ঘটনার ‘ফায়ার রিপোর্ট’ প্রত্যাশীদের সুবিধার্থে কর্মকর্তাদের নিয়ে কমিটি গঠন করে দেওয়া হচ্ছে। কমিটি তদন্ত শেষে ঘটনার বিস্তারিত চুলচেরা বিশ্লেষণ করে প্রতিবেদন জমা দেন। তারপর ‘ফায়ার রিপোর্ট’ দেওয়া হয়।’
এদিকে রেশন হিসেবে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রতিমাসে ২০ কেজি চাল, ২০ কেজি আটা, দুইকেজি চিনি, সাড়ে চারলিটার ভোজ্যতেল ও দুইকেজি ডাল পাবেন।
আধুনিক গাড়ি ও উদ্ধার সরঞ্জাম যুক্ত:
ফায়ার সার্ভিস বলছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিষ্ঠানটির জনবল ৩০ হাজার করার কাজ চলছে। আধুনিক গাড়ি ও উদ্ধার সরঞ্জাম যুক্ত করা হয়েছে। বিশ্বের সর্বাধিক উচ্চতার লেডার সংবলিত অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজের গাড়ি ইতোমধ্যে যুক্ত করা হয়েছে। বহুতল ভবনের আগুন নেভাতে এসব টার্ন টেবল লেডার (টিটিএল) গাড়ি দিয়ে ২৪ তলা পর্যন্ত (৬৮ মিটার) অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজ করা যায়। অগ্নিনির্বাপণ কাজ সহজ ও ফায়ার ফাইটারদের জীবনহানি কমাতে কেনা হয়েছে রিমোট-কন্ট্রোল ফায়ারফাইটিং গাড়ি ও ড্রোন। নৌ দুর্ঘটনায় ডুবুরি হিসেবে কাজ করার জন্য আগ্রহী স্বেচ্ছাসেবকদের ডুবুরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে; নেয়া হয়েছে ডুবুরি সম্প্রসারণ প্রকল্প।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন নেভাতে গিয়ে মারা যান ১৩ জন ফায়ারফাইটার। সরকারিভাবে তাদেরকে 'অগ্নি বীর' খেতাবে দেওয়া হয়েছে। বর্তমান মহাপরিচালক তুরস্কে ভূমিকম্পে বিধ্বস্ত দেশটিতে উদ্ধার কাজ চালাতে যান। যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সুনাম অর্জন করে। তাছাড়া যেকোনো দুর্যোগ মোকাবিলায় ৬২ হাজার আরবান ভলান্টিয়ার তৈরির কার্যক্রম চলছে। ইতিমধ্যে ৫৪ হাজার ৫২০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি হয়েছে। তাদের জন্য উদ্ধার সরঞ্জাম সংগ্রহের পরিকল্পনা নেয়া হয়েছে। বস্তির আগুন নির্বাপণের জন্য বস্তিবাসীদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হয়েছে প্রায় ৯০০ স্বেচ্ছাসেবক।
মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনালের মাইন উদ্দিন বলেন, ‘ফায়ার সেফটি ম্যানেজার কোর্স, ফায়ার সাইন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স, পিজিডি কোর্স পরিচালনা করে ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত তিন হাজার ২৭২ জন ফায়ার প্রফেশনাল তৈরি করা হয়েছে। সারাদেশের জনগণকে প্রশিক্ষণের উদ্দেশে ২০২২ সালে বিভিন্ন প্রতিষ্ঠানে তিন হাজার ৩৪৮টি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ১ লাখ ৩৩ হাজার ৯২০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়।’
নিজস্ব দক্ষ জনবল তৈরি করতে ২০২২ সালে ৬ হাজার ১৬৫ জন ফায়ার কর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টে ২০ কোটি টাকার অনুদান প্রদানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেও তিনি ওয়েলফেয়ার ট্রাস্টে ২০ কোটি টাকার অনুদান দিয়েছিলেন।
(ঢাকাটাইমস/০৩অক্টোবর/এসএস/ইএস)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

তেজগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: সাড়ে ৪ ঘণ্টা পর এক লাইনে চলাচল শুরু

মনোনয়নপত্র বৈধ হওয়ার পরও বিপাকে তিন প্রার্থী!

প্রয়োজনে আরও ওসি-ইউএনও বদলি: ইসি সচিব

বিআরটিসির অপতৎপরতাকারীদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা

মানববন্ধনে বিএনপিপন্থি পেশাজীবী নেতারা: দেশে আইনের শাসন ও মানবাধিকার ভূলুণ্ঠিত

৪১তম বিসিএস নন–ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের তালিকা প্রকাশ

৮৩ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা নিয়োগ দিলো ইসি

ক্রেনের আঘাতে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নির্বাচনে বিদেশি চাপ নেই: ইসি আলমগীর
