বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৪:৪৬ | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৩, ১৩:৩৩

চলছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের মাঠের খেলা। যেখানে উদ্বোধনী ম্যাচে ৯ উইকেটের বিশাল ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করেছে নিউজিল্যান্ড।

শুক্রবার আসরের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান।

পাকিস্তানকে বলা হয় ‘আনপ্রেডিক্টেবল’ দল। কেননা কঠিন ম্যাচকে সহজ করে জেতা এবং সহজ ম্যাচকে কঠিন করে হারাই যেন পাকিস্তানের সহজাত প্রবৃত্তি।

শুক্রবার দুপুর আড়াইটায় ভারতের হায়দরাবাদে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটি পাকিস্তানের জন্য তুলনামূলক সহজ হলেও আগে থেকে সেটি বলা সম্ভব নয়।

২০১৯ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পরে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। বিশেষ করে দলটির টপ ব্যাটিং অর্ডারে এসেছে আমূল পরিবর্তন। ফখর জামান ও ইমাম–উল–হকের পাশাপাশি বাবর আজমও হয়ে ওঠেন ভরসার প্রতীক। এছাড়া মিডল অর্ডারে ইফতিখার আহমেদ-সৌদ শাকিলেরা ম্যাচের ব্যবধান গড়ে দিতে সক্ষম। আর বোলিংয়ে দেখা যায় শাহিন শাহ আফ্রিদিসহ একাধিক বোলারের দ্যুতি। ফলে দলটিকে অনেকাংশেই ফেভারিট হিসেবে ধরা যায়।

নেদারল্যান্ডসকেও হালকাভাবে দেখার সুযোগ নেই। ডাচরা ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মতো দলকে পেছনে ফেলে বিশ্বকাপের মঞ্চে এসেছে। ফলে তারাও ভালোকিছু করার সক্ষমতা রাখে পাকিস্তানের বিপক্ষে।

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে নেদারল্যান্ডসের অলরাউন্ডার বাস ডি লিডি বলেছেন, ‘আজকের ম্যাচের জন্য আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। আমরা শুধু এই ম্যাচ নয়, সেমিফাইনালেও খেলতে চাই। তবে সেজন্য আমাদের ৪-৫টি ম্যাচ জিততে হবে। দারুণ ক্রিকেট খেলতে হবে। সে পর্যন্ত ভালো ক্রিকেট খেলতে চাই।’

বিশ্বকাপে এ পর্যন্ত ছয়বারের দেখায় প্রতিবারই জয়ী দল পাকিস্তান। বিশ্বকাপে দুই দল প্রথম মুখোমুখি হয় ১৯৯৬ বিশ্বকাপে। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ম্যাচটি ৮ উইকেটে জিতেছিল সাইদ আনোয়ারের অপরাজিত ৮৩ রান ও ওয়াকার ইউনুসের বিধ্বংসী বোলিংয়ে (৪/২৬)।

২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বোল্যান্ড পার্কে দুই দেশ মুখোমুখি হয়েছিল দ্বিতীয়বার। সেবারও পাকিস্তান জিতেছিল ৯৭ রানে।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এনবিডব্লিউ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :